বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমাতে হবে: আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিদ্যূৎ, চাল,ডাল,তেল,আটা,চিনি, ঔষধসহ ভোগ্যপণ্যের লাগামহীন মূূল্য বৃৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী।

তিনি বলেন দফায় দফায় পণ্যের মূল্যে বৃদ্ধির কারণে সীমিত আয়ের মানুষ সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে। কয়েকদিনের ব্যবধানে মাছ,গোশতসহ তরিতরকারির দাম আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে।

গ্যাস, বিদ্যুৎ ও জালানির দাম বাড়ানোর সাথে সাথে বাসা ভাড়াসহ নিত্যপণ্যের মূূূল্য বৃৃদ্ধি পাওয়ায় জনগণের নাভিশ্বাস শুরু হয়েছে। আসন্ন রমজান মাসকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়ানোর প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। পণ্যমূল্য বৃদ্ধি করার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে সরকারকে কঠোর ভাবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

আজ শনিবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরীর থানা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।

খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল মান্নান, মুফতী আল আমিন, মাওলানা জাফর আহমাদ, মুফতী মাহফুজুর রহমান, মুফতী আবু বকর, মুফতী আব্দুস সালাম, মাওলানা বেলাল হোসাইন, ছাত্রনেতা শাহীনুর আলমসহ মহানগর ও থানা প্রতিনিধিবৃন্দ।

সম্মেলনে নেতৃবৃন্দ কাদিয়ানী সম্প্রদায়ের বার্ষিক জলসাকে কেন্দ্র করে পুলিশের গুলিতে একজন নিহত ও সাংবাদিকসহ অর্ধশতাধিক প্রতিবাদী তাওহিদী জনতা আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জনদাবির প্রতি সম্মান জানিয়ে মহানবী সা. কে শেষ নবী মানান পরিবর্তে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানা কাদিয়ানী তথা আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ