বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

জেলা পর্যায়ে হজযাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সঠিকভাবে হজ পালনের ক্ষেত্রে হজযাত্রীদের ধর্মীয় ও আনুষঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই। সেই লক্ষ্যে হজযাত্রীদের সঠিকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

তিনি জানান, দেশে সরকারি-বেসরকারি সব হজযাত্রীকে প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। শুধু ঢাকা নয়, জেলা পর্যায়ে হজ প্রশিক্ষক তৈরির মাধ্যমে দেশের সব হজযাত্রীকে নির্ধারিত সময়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর আশকোনায় আয়োজিত ২০২৩ সালে নিবন্ধিত হজযাত্রীদের জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

মো. ফরিদুল হক খান বলেন, হজযাত্রীরা আল্লাহর ঘরের মেহমান। বাংলাদেশ হতে গমনকারী অধিকাংশ হজযাত্রী সারাজীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে হজ পালন করেন। তাই ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হলে জীবনের একবার মাত্র ফরজ এ ইবাদত সঠিকভাবে পালন করা যাবে।

তিনি বলেন, হজের আমল ও নিয়ম-কানুন সম্পর্কে সম্মক ধারণা দিতে হবে। একইসঙ্গে বাংলাদেশ পর্ব, সৌদি আরব পর্ব, মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফায় করণীয়, বিমানে যাতায়াত ও সুস্থতার জন্য করণীয় বিষয়ে ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে।

বাংলাদেশ ও সৌদি আরবের দ্বি-পাক্ষিক হজ চুক্তিতে হজ যাত্রীদের সফল ও সুন্দরভাবে হজ পালনে যথাযথ প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ফরিদুল হক খান বলেন, পবিত্র হজের সঠিক নিয়মে পালনের জন্য দৈহিক, মানসিক, আর্থিক ও আত্মিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক। হজের সফরে হজযাত্রীদের পদ, পদবী ও সামাজিক মর্যাদার চিন্তা পরিহার করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সপে দিতে হবে। আত্মত্যাগের মহান আদর্শ পবিত্র হজের অন্যতম লক্ষ্য।

প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীদের কল্যাণে বাংলাদেশ ও সৌদি আরব সরকারের উদ্যোগে হজ গাইড ও হজযাত্রীদের ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একইভাবে প্রশাসনিক দল, স্বাস্থ্যসেবা দানকারী দলের সদস্য ও হজ ব্যবস্থাপনায় যুক্ত প্রতিটি ব্যক্তিকে দক্ষ ও প্রশিক্ষিত হয়ে হজ ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ