শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

জামিয়া রাহমানিয়ায় সংবর্ধিত হলেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

জামিয়া রাহমানিয়া আজিজিয়ায় সংবর্ধিত হলেন দেশবরেণ্য আলেমেদ্বীন সদ্য কারামুক্ত শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক

আজ শনিবার (৪ মে ২০২৪) মোহাম্মদপুর বছিলায় নিজ কর্মস্থল জামিয়া রাহমানিয়া আজিজিয়ায় আগমন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি।

দুপুর ৪টা থেকে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, নাজেমে তালিমাত মাওলানা আশরাফুজ্জামান, ইসলামি আলোচক মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আতাউল্লাহ আমীন,  মুফতি নোমান কাসেমী, মাওলানা আলী হাসান উসামা প্রমুখ ওলামায়ে কেরাম।

এছাড়া সারাদেশ থেকে অনেক আলেমওলামা, ছাত্র-ত্বলাবা, সংগঠন ব্যক্তিবর্গ সদ্য কারামুক্ত শাইখুল হাদিস মাওলানা মামুনুল হককে ফুলেল শুভেচ্ছা দিতে ছুটে আসেন।

ইত্তিহাদ সভাপতি ও যাদুরচর মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আলী আকবর কাসেমীর নেতৃত্বে সংগঠনটির নেতৃবৃন্দ আসরের পূর্বে জামিয়া রাহমানিয়া আজিজিয়া প্রাঙ্গণে কারানির্যাতিত এই আলেমের সাথে সৌজন্য সাক্ষাত করেন ও ফুলেল শুভেচ্ছা জানান।

উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জের জায়গীর দরবারের পীর মাওলানা দ্বীন মুহাম্মদ, শুরা সদস্য ও বলিয়ারপুর মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মহাসচিব ও আনওয়ারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা শাহেদ জহিরী, সিনিয়র যুগ্ম মহাসচিব ও সাভার দারুল উলূম ইসলামিয়া মাদরাসার মুহতামিম মুফতি আমিনুল ইসলাম কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতি মাহবূবুর রহমান নবাবগঞ্জী, সাংগঠনিক সম্পাদক ও জামিয়া দারুল আমান রাজারবাড়ী মাদরাসার মুহতামিম মুফতি নাজমুল হাসান বিন নূরী, কোষাধ্যক্ষ ও হারুনিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আলী আশরাফ তৈয়ব, সহ-সাংগঠনিক সম্পাদক ও বলিয়ারপুর মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রশিদ, মিডিয়া বিষয়ক সম্পাদক ও যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজী, মুফতি শামীম আহমাদ, মুফতি মামুনুর রশীদ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ