মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭


ইসলামিয়া কুতুবখানা প্রকাশিত কিতাবে প্রচ্ছদ বিতর্ক; দুঃখ প্রকাশ করে যা জানালো কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত মুখতাসারুল মা'আনী ১ম খণ্ড (কম্পিউটার) এর কভারের ডিজাইনে বিতর্কের জেরে দুঃখ প্রকাশ করল প্রকাশনা কর্তৃপক্ষ।

আজ বুধবার (২৯ মে) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এই দুঃখ প্রকাশ করে প্রকাশনাটি।

প্রকাশনাটি জানায়, ‘ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত মুখতাসারুল মা'আনী ১ম খণ্ড (কম্পিউটার) এর কভারের ডিজাইনের উপর একটি অনাকাঙ্ক্ষিত ভুল দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে ইসলামিয়া কুতুবখানা কর্তৃপক্ষ উক্ত কিতাবের বাজারজাতকরণ বন্ধ করে দেন এবং কভারটি পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আমাদের এই অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

প্রসঙ্গত,  ইসলামিয়া কুতুবখানা থেকে প্রকাশিত ‘মুখতাসারুল মা'আনী ১ম খণ্ড’ কিতাবের কভারে মূর্তির প্রতীকী ব্যবহার করার অভিযোগ আনে পাঠকরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় বয়। এরই প্রেক্ষিতে দেশের প্রাচীন ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান ইসলামিয়া কুতুবখানা অনাকাঙ্খিত ভুলের জন্য দুঃখ প্রকাশ করে।

পড়ুন১৫৮ বছরে দেওবন্দ: শিক্ষা-চেতনা ছড়িয়ে দিতে কী ভাবছেন দেওবন্দের বাংলাদেশি সন্তানেরা?

এসময় প্রকাশনাটি জানায়, বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী প্রকাশনা প্রতিষ্ঠান সবসময় আপনাদের আস্থার প্রতীক হিসেবে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। সুহৃদ পাঠকবর্গের কাছে আবেদন, আমাদের অনাকাঙ্ক্ষিত কোনো ভুল বা অসঙ্গতি আপনাদের দৃষ্টিগোচর হলে সরাসরি আমাদের জানালে কৃতজ্ঞ থাকব ‘

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ