শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন: মাওলানা আজহারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

সম্প্রতি কোকাকোলার একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে নেট ‍দুনিয়া উত্তাল হয়ে আছে। কোকাকোলাকে ইসরায়েলী পণ্য আখ্যা দিয়ে ঝিমিয়ে পড়া বয়কটের আওয়াজ তোলা হচ্ছে আরও জোড়ালোভাবে। বিজ্ঞাপনে অভিনয়কারীদের নিয়েও চলছে তুমুল সমালোচনা। কোকাকোলা বয়কটের আহ্বানে নানা ভিডিও কন্টেন্টও তৈরী হয়েছে ও হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে প্রসঙ্গে নানা জনে নানা লেখা, ভিডিও পোস্ট করছেন।

এবার মুখ খুলেছেন বিশিষ্ট প্রবাসী আলেম ড. মাওলানা মিজানুর রহমান আজহারী। তিনি কোকাকোলসহ ইসলাম বিদ্বেষী সকল পণ্য বর্জন করার আহ্বান জানিয়ে বলেছেন, ‘ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে’।

আজ মঙ্গলবার (১১ জুন) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন।

সম্প্রতি প্রকাশিত কোকাকোলার বিজ্ঞাপন প্রসঙ্গে তিনি বলেন, ‘কোরবানীর আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো না নাড়ানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল। এবার নতুন করে আরো চাঙ্গা হবে’।

মাওলানা আজহারী আরও বলেন, ‘যে কোন আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতোটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করছি। এখানে ম্যাকডোনাল্ড এবং স্টারবাকস অনেকটা আইসিউত ‘।

তিনি বলেন, ‘বর্জন এবং জনসচেতনতা চলবে একইসাথে। শুধু পণ্যই নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক চিহ্নিত সকল ইসলাম বিদ্বেষী পণ্যমুক্ত’।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ