শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ক্যালিগ্রাফি শিল্পের প্রতি বাড়ছে তরুণ আলেমদের আগ্রহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রাজধানীর দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসায় ক্যালিগ্রাফি প্রশিক্ষণরত শিক্ষার্থীরা। ছবি: আওয়ার ইসলাম

নাঈমুর রহমান নাঈম

মনোমুগ্ধকর ও শৈল্পিক হস্তলিপির নাম হলো ক্যালিগ্রাফি হস্তশিল্প। যাতে রয়েছে সৃজনশীলতা ও নান্দনিকতার অপূর্ব ছোঁয়া। বর্তমান তরুণ প্রজন্ম ও তরুণ আলেমদের রয়েছে ক্যালিগ্রাফির প্রতি ব্যাপক আগ্রহ ও ভালোবাসা। আর সেলক্ষ্যেই রাজধানীর দারুল উলুম রামপুরা বনশ্রী মাদরাসায় শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে সাত দিনব্যাপি ক্যালিগ্রাফি কোর্সের আয়োজন করেছেন মাদরাসা কর্তৃপক্ষ।

ক্যালিগ্রাফির গুরুত্ব সম্পর্কে প্রশিক্ষকরা বলেন, 'ক্যালিগ্রাফির ইতিহাস হাজার বছরের পুরনো। এটি প্রাচীন সভ্যতাগুলোর সাথে জড়িয়ে আছে এবং বিভিন্ন সংস্কৃতিতে ভিন্ন আকারে বিকশিত হয়েছে।

ক্যালিগ্রাফি বিভিন্ন ভাষায় থাকলেও বর্তমান তরুণ প্রজন্মের আগ্রহের জায়গায় রয়েছে আরবি ক্যালিগ্রাফি। কারণ আরবি ক্যালিগ্রাফি শেখা হলো কুরআনের খেদমত বলে মন্তব্য করেছেন ‘স্বাধীনতার সূর্যোদয়’ এঁকে জনপ্রিয়তায় আসায় কওমি তরুণ প্রশিক্ষক উসাইদ মুহাম্মাদ।

তিনি আওয়ার ইসলামকে বলেন, অপসংস্কৃতির মোকাবেলার  জন্য ক্যালিগ্রাফি হলো একটি শক্তিশালী মাধ্যম। গ্রাফিতির এ দক্ষতা অর্জন করতে প্রয়োজন একাগ্রতা , ধৈর্য , ও প্রচুর পরিশ্রম।’

তরুণদের মধ্যে ক্যালিগ্রাফির প্রতি ভালোবাসার প্রধান কারণ হলো এর সৌন্দর্য ও সৃজনশীলতা এবং তা এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয় বলে জানায় প্রশিক্ষার্থীরা।  

বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গ্রাফির এ শিল্প ব্যাপক চর্চা শুরু হয়েছে। ডিজিটাল যুগে প্রযুক্তির ব্যাপক ব্যবহার সত্ত্বেও, এই শিল্পের প্রতি তাদের ভালোবাসা ও আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ক্যালিগ্রাফি শুধুমাত্র একটি শৈল্পিক অভ্যাস নয়, এটি এক ধরনের আত্মপ্রকাশের মাধ্যম। বর্তমান তরুণ প্রজন্ম এই শিল্পের প্রতি ভালোবাসা কেবল তাদের সৃজনশীলতাকে বিকশিত করছে না, বরং একটি নতুন শিল্পচর্চার ধারা গড়ে তুলছে। সঠিক দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে ক্যালিগ্রাফি তরুণদের জন্য সাফল্যের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ