শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

আওয়ার ইসলাম ঘুরে গেলেন ইংল্যান্ডের শায়েখ জাকারিয়া ও ম্যাসেজ টিভির পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাব্বির আহমাদ খান

ইসলামভিত্তিক শীর্ষ নিউজ পোর্টাল আওয়ার ইসলাম কার্যালয়ে এসেছেন আন্তর্জাতিক মানবিক সংস্থা আল-ইনাআহ ওয়েলফেয়ারের চেয়ারম্যান ইংল্যান্ডের ইসলামিক ব্যক্তিত্ব শায়েখ জাকারিয়া মুহাম্মাদ ও পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক চ্যানেল ম্যাসেজ টিভি-এর পরিচালক আবদুল মতিন।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর রামপুরা-চৌধুরীপাড়ায় অবস্থিত আওয়ার ইসলাম কার্যালয়ে তাঁরা আগমন করেন।

এসময় আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব-এর সঙ্গে মতবিনিময় করেন এবং 'ইসলামিক মূল্যবোধ ও বিশ্বব্যাপী মানবিক কার্যক্রমে মিডিয়ার ভূমিকা কেমন হওয়া উচিত’ সে বিষয়ে আলোচনা করেন।

আওয়ার ইসলাম পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইসলামিক মিডিয়ার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরে তিনি উৎসাহ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন আলেম লেখক সাংবাদিক আবদুল্লাহ তামিম।

এর আগে গতকাল শায়েখ জাকারিয়া মুহাম্মাদ পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন। তাঁর সঙ্গে রয়েছেন পাকিস্তানের জনপ্রিয় ইসলামিক চ্যানেল ম্যাসেজ টিভি-এর পরিচালক আবদুল মতিনও। সফরের অংশ হিসেবে তাঁরা বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠান ও গণমাধ্যম পরিদর্শন করছেন এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করছেন।

শায়েখ জাকারিয়া মুহাম্মাদ দক্ষিণ আফ্রিকার দারুল উলূম জাকারিয়া থেকে শিক্ষা লাভ করেছেন। তিনি ইংল্যান্ডের লেস্টারে অবস্থিত মসজিদে মুহাম্মাদ-এর প্রতিষ্ঠাতা, ইমাম ও খতিব। পাশাপাশি, তিনি আল-ইনাআহ হিউম্যানিটি ওয়েলফেয়ার-এর সিইও হিসেবে বিশ্বব্যাপী মানবিক কার্যক্রম পরিচালনা করছেন।

তার নেতৃত্বে আল-ইনাআহ ওয়েলফেয়ার বিশ্বের বিভিন্ন দেশে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। বুলগেরিয়া, ভারত, আফ্রিকা ও তুরস্ক-সহ বিভিন্ন দেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। বিশেষ করে গাজার জনগণের সহায়তায় তারা ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এ পর্যন্ত বহু ট্রাক খাদ্য সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম এবং নগদ সহায়তা বিতরণ করা হয়েছে, যা নিপীড়িত ও অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ