শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

রামু রাজারকুলে ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা কোর্সের উদ্বোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

ভাষা সাহিত্যে প্রাজ্ঞ, সাংবাদিকতায় অভিজ্ঞ একনিষ্ঠ দাঈ ও আদর্শ কলমসৈনিক তৈরির লক্ষ্যে এতদঞ্চলের ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষাকেন্দ্র রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় শুরু হয়েছে ২দিনব্যাপী বাংলা ভাষা ও সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স।

বুধবার ( ১১ রমযান, ১২ মার্চ) আনুষ্ঠনিকভাবে এ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন হয়েছে।

মাদ্রাসার তত্ত্বাবধানে প্রাক্তন ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ কোর্সে প্রশিক্ষকমণ্ডলীর মধ্যে রয়েছেন, ‘বার্তা ২৪ডটকম’-এর সহকারী সম্পাদক মাওলানা মুফতি এনায়েতুল্লাহ, ‘ঢাকা মেইল’-এর বার্তা সম্পাদক ও ‘লেখকপত্র’ সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবর, ‘আওয়ার ইসলাম’-এর সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব।

মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষকমণ্ডলী মাতৃভাষা বাংলার যথার্থ চর্চা এবং সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকাশধারায় এ কোর্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি, ‘পুষ্পকলি’ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর ও সাহিত্য-সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুফতি দেলাওয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল খালেক কওছর, শিক্ষা পরিচালক মাওলানা শফিউল আলম, ঢাকার মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষক মুফতি আব্দুল আজিজ কাসেমী, ‘মাসিক নকীব’-এর সহযোগী সম্পাদক মাওলানা সাঈদ আবরার নদভীসহ বিশিষ্টজনেরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নবীণ-প্রবীণ আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক-সাহিত্যিক ও নবীন লিখিয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত এ প্রশিক্ষণ কোর্স আজ বিকেলে সনদ বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ