শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

জাতিসংঘ মহাসচিবের বৈঠকে কেন নেই ইসলামি দলগুলো?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| হাসান আল মাহমুদ ||

সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। চার দিনের সফরে তিনি লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেওয়া ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফরকালে জাতিসংঘ মহাসচিব দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে মিলিত হন। সেখানে দেশের রাজনীতি, সংস্কার প্রক্রিয়া এবং আগামী নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। 

গত শনিবার (১৫ মার্চ) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই বৈঠকে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে জামায়াতে ইসলামী ছাড়া ইসলামি রাজনৈতিক কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে অনলাইন ও অফলাইনে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাহলে জাতিসংঘ কি ইসলামি দলগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে না? 

এ ব্যাপারে কয়েকটি ইসলামি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেছে আওয়ার ইসলাম। 

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী বলেন, ‘আমার মনে হয় রমজান মাসতো, তাই আমন্ত্রণ সেভাবে পাইনি। আমরাও ব্যস্ত ছিলাম। বা উনারা সেভাবে আমন্ত্রণ দিতে পারেনি। এর মধ্যে হয়তো এরকম একটা গ্যাপ তৈরি হয়েছে।’

আমন্ত্রণ দেয়নি বা দিতে পারেনি এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা মনে করি, আমাদের দেশে তো অনেক সংকট। তাই সমস্ত সংকটের মোকাবেলা সকল রাজনৈতিক দল ও উপদেষ্টা মহলের সম্মিলিত পরামর্শে করা উচিত। সেজন্য উপদেষ্টা পরিষদকে আমরা সহযোগিতা করতে চাই। এবং তারাও যেন ইসলামিক-অনৈসলামিক সকল রাজনৈতিক দলের মতামত নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে, সেটাই আমরা মনে করি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘১৫ তারিখের যে প্রোগ্রামটা ছিল সে বিষয়ে আমরা জানতাম না। আমাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কল দিয়েছিল, সেখানে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ইফতার মাহফিলের আমন্ত্রণনামা দিয়েছে। পরে আমি জানতে পারি, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক দুইটা। তাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাকে কল করে বলি যে, প্রোগ্রামতো জানলাম দুইটা। আমাকে তো ইফতারের দাওয়াত দিচ্ছেন। দুপুরে যে আরেকটা প্রোগ্রাম? আমাকে জানালো হলো যে, ১৫ তারিখ দুপুরের প্রোগ্রামটা জাতিসংঘের ব্যবস্থাপনায় হচ্ছে, আমাদের ব্যবস্থাপনায় নয়।‘ 

এদিকে হেফাজেত ইসলাম বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিভিন্ন সংলাপে স্বতন্ত্রভাবে আমন্ত্রণ পেলেও এখানে আমন্ত্রণ পায়নি। এ প্রসঙ্গে হেফাজতের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘এ বিষয়ে আমাদেরকে দাওয়াত দিলে সাড়া দিতাম। কিন্তু আমন্ত্রণ পাই নাই।’ এই আয়োজনকে ‘গণতান্ত্রিক সিস্টেমের পরিপন্থী কাজ’ বলেও মন্তব্য করেন তিনি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ