আজ আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস (ইসলামিক স্টাডিজ ও আরবি মাস্টার্স সমমান) ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ।
বুধবার (২ এপ্রিল) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অফিসিয়াল পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে অফিস ব্যবস্থাপক, মু. অছিউর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস(তাকমীল)-এর ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (৩ এপ্রিল) ২০২৫ ঈসাব্দ দুপুর ২টার পর প্রকাশ পাবে। পরীক্ষার ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল হাইয়ার নিজস্ব ওয়েবসাইট
https://hems.alhaiatululya.org
https://hems.alhaiatululya.org/exam-result এ পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন। পাশাপাশি বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন।
এমএম/