কওমি মাদরাসার শিক্ষাবোর্ডগুলোর সম্মিলিত সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন দাওরায়ে হাদিস(তাকমীল)-এর ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল ২০২৫/ ৪ শাওয়াল১৪৪৬ হিজরী) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর মিলনায়তনে দুপুর ২ টার দিকে অথরিটি চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে অফিস ব্যবস্থাপক মু.অসিউর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মোট পরীক্ষার্থী ৩২,৭১৪। গড় পাসের হার ৮৫.৪৮%।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, দাওরায়ে হাদিসে (মাস্টার্সে) ছাত্রদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করে শীর্ষে রয়েছেন জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার মাহদী হাসান। তার প্রাপ্ত নম্বর ৯৩১।
২য় স্থান অধিকার করেছেন আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম মাদরাসার মোঃ মারুফ হোসেন। তার প্রাপ্ত নম্বর ৯২৭।
৩য় স্থান অধিকার করেছেন আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম মাদরাসার মোঃ সাখাওয়াত হোসেন রনি ও মোহাম্মদ আবু সালেহ। তাদের প্রাপ্ত নম্বর ৯২৪।
৪র্থ স্থান অধিকার করেছে আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম, বরুড়া, কুমিল্লা মাদ্রাসার মোঃ মাহফুজুর রহমান। তার প্রাপ্ত নাম্বার ৯২২।
৫ম স্থান অধিকার করেছেন আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম মাদ্রাসার আজিজুল হক। তার প্রাপ্ত নাম্বার ৯২০।
৬ষ্ঠ স্থান অধিকার করেছেন জামিয়াতুল আবরার বাংলাদেশ, বসুন্ধরা রিভারভিউ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা মাদ্রাসার আবু বকর সিদ্দিক। তার প্রাপ্ত নাম্বার ৯১৯।
৭ম স্থান অধিকার করেছেন আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম, বরুড়া, কুমিল্লা মাদ্রাসার মো. কাউছার। তার প্রাপ্ত নাম্বার ৯১৩।
৮ম স্থান অধিকার করেছেন দুইজন:
মারকাজুল কুরআন, মাস্টার পাড়া, উত্তরখান, মাদরাসার রুহুল আমিন।
জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা, মাদরাসারনাঈম হোসেন। তাদের প্রাপ্ত নাম্বার ৯১১।
৯ম তার প্রাপ্ত নাম্বার তিন জন:
মারকাজুল কুরআন, মাস্টার পাড়া, উত্তরখান, ঢাকা মাদরাসার ওসামা মাহমুদ নুহাদ।
জামিয়া রব্বানিয়া আরাবিয়া, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ মাদরাসার শাহ জালাল।
জামিয়াতুল উলুমুল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার নুরুল আমিন ওসামা। তাদের প্রাপ্ত নাম্বার ৯১০।
১০ম স্থান অধিকার করেছেন তিন জন:
জামিয়াতুল উলুমুল ইসলামিয়া ঢাকা, মোহাম্মদী হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার আম্মার।
জামিয়া ইসলামিয়া লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার হুজাইফা মাছউদুর রহমান।
কাসেমুল উলুম ইসলামিয়া মাদরাসা, নগরকান্দা, ফরিদপুর মাদরাসার রাছেল শিকদার। তাদের প্রাপ্ত নাম্বার ৯০৯।
অপরদিকে ছাত্রীদের মধ্যে মেধা তালিকায় ১ম স্থান অধিকার করেছেন আল-জামিয়াতুত্ত্বায়্যিবাহ কওমী মহিলা মাদরাসা, আদমখানী, বানিয়াচং, হবিগঞ্জ মাদরাসার মোছাঃ মারজিয়া আক্তার। তার প্রাপ্ত নম্বর ৯০৬।
২য় স্থান অধিকার করেছেন ঢাকার জামিয়া দারুস সুফফাহ লিল-বানাত, শেরশাহ্ সুরী রোড, মোহাম্মদপুর মাদরাসার বুশরা জান্নাত। তার প্রাপ্ত নম্বর ৯০০।
৩য় স্থান অধিকার করেছেন খাদিজাতুল কুবরা রা. মহিলা মাদরাসা, খামার পাথুরিয়া, গুরুদাসপুর, নাটোর মাদরাসার সামানিয়া জান্নাত। তার প্রাপ্ত নম্বর ৮৮৯।
৪র্থ স্থান অধিকার করেছেন জামিয়া মিল্লিয়া মাদানি আরাবিয়া, পল্লবী, মিরপুর, ঢাকা মাদরাসার হাফেজা মাশকুরা তাফহিম। তার প্রাপ্ত নম্বর ৮৮৬।
৫ম স্থান অধিকার করেছেন মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা, ৫৩ গলগন্ডা, সদর, ময়মনসিংহ মাদরাসার ফাতেমা তাসফিয়া। তার প্রাপ্ত নম্বর ৮৮৫।
৬ষ্ঠ স্থান অধিকার করেছেন দুইজন:
মিফতাহুল জান্নাত মহিলা মাদ্রাসা, ৫৩ গলগন্ডা, সদর, ময়মনসিংহ মাদরাসার মোছা. হানিয়া তাকরিমা।
ফাতেমা তুজ যাহরা রা. মহিলা মাদরাসা, রামপুরা ঢাকার তাসনিম জান্নাত সালওয়া। তাদের প্রাপ্ত নম্বর ৮৮৩।
৭ম স্থান অধিকার করেছেন আল জামিআতুল আরাবিয়া খাদিজাতুল কুবরা, শেখপাড়া, খুলনা মাদরাসার সুমাইয়া আফরোজ। তার প্রাপ্ত নম্বর ৮৮২।
৮ম স্থান অধিকার করেছেন মাহমুদিয়া মহিলা মাদ্রাসা, মাহমুদনগর, ডগাইর, ডেমরা, ঢাকা মাদরাসার আয়শা হোসেন সুবর্ণা। তার প্রাপ্ত নম্বর ৮৮১।
৯ম স্থান অধিকার করেছেন মাদ্রাসা আয়েশা সিদ্দিকা রা., ঢালকানগর, সুত্রাপুর ঢাকা মাদরাসার মালিহা আক্তার ফাতেমা। তার প্রাপ্ত নম্বর ৮৭৯।
১০ম স্থান অধিকার করেছেন জামিয়া মিল্লিয়া মাদানি আরাবিয়া, পল্লবী, মিরপুর, ঢাকা মাদরাসার লামিয়া আক্তার। তার প্রাপ্ত নম্বর ৮৭৬।
এমএইচ/