রবিবার, ০৪ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৬ জিলকদ ১৪৪৬


নারী বিষয়ক প্রস্তাবনা বাতিল করতে হবে : হাবিবুল্লাহ মিয়াজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ রাজধানীতে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি।

তিনি বলেন, “এ দেশে ইসলামের বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারেনি। তাই নারী বিষয়ক যে প্রস্তাবনা বর্তমানে আলোচনায় রয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে।” তিনি উক্ত প্রস্তাবনার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

বক্তব্যে তিনি আরও বলেন, হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা সকল মামলায় নিঃশর্ত খালাস দিতে হবে। পাশাপাশি গাযা ও হিন্দুস্তানসহ বিশ্বের যেসব অঞ্চলে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, সেখানে মুসলমানদের পক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারের সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ