মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বসছেন সৌদি যুবরাজ মোহাম্মদ গাজায় সেনা মোতায়েন নিয়ে তুরস্কের বিবৃতি সততা, জনসেবা ও সাংগঠনিক শক্তিতে ভোটে লড়তে হবে: পীর সাহেব চরমোনাই উত্তরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে হবে: উপদেষ্টা মাহফুজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আশেপাশে তামাক বিক্রি বন্ধ করল সৌদি আরব ইসলামী ঐক্যজোটের প্রভাবশালী নেতা যোগ দিলেন ইসলামী আন্দোলনে শাহজালালের পোড়া কার্গো কমপ্লেক্সের ভল্ট ভেঙে আগ্নেয়াস্ত্র চুরি সারাদেশে ‍পুলিশের অভিযান, ১ দিনে গ্রেফতার ১৬৪১ নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা

ইসলাম ও দেশকে রক্ষা সবার আবশ্যিক দায়িত্ব: জমিয়ত সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন উত্তরা পূর্ব থানা শাখার উদ্যোগে সোমবার (২৭ মে) বাদ ইশা  উত্তরা আজমপুরস্হ দারুল উলূম মাদরাসিয় এক  মতবিনিময় সভা ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তরের সমাজ সেবা সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা শফিউল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরে জমিয়ত আল্লামা উবায়দুল্লাহ ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম ও দেশকে রক্ষা করা আমাদের প্রত্যেকের ওপর আবশ্যিক দায়িত্ব। ইসলাম ও দেশের দুশমনের কোনো প্রোগ্রাম আমাদের চোখের সামনে কখনোই চলতে পারে না। আমি যখন আমার কানে শুনবো অমুখ তারিখে আমার জমি ধান কেটে নেওয়ার জন্য কয়েকজন মিলে  কুপরামর্শ করছে আর আমি যদি ঐদিন কোনো প্রোগ্রামের অতিথি হয়ে চলে যাই, তাহলে আমার ধান আমি রক্ষা করতে পারবো না।

জমিয়ত সভাপতি বলেন, জরিপ আসার পর আমি যদি সতর্কতার সঙ্গে আমার জমিগুলো রক্ষা করতে না পারি, আর অন্য কেউ যদি আমার জমিগুলো অন্যের নামে রেকর্ড করে নিয়ে যায় তাহলে আমি আমার পরিবারের অভিভাবক হওয়ার যোগ্য নই। যেভাবে আমার সম্পত্তির রক্ষা করা আমার ওপর আবশ্যিক দায়িত্ব তেমনি আমার ধর্ম ও দেশকে রক্ষা করাও আমার ওপর আবশ্যিক দায়িত্ব।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতী কেফায়েতুল্লাহ আজহারী, কেন্দ্রীয় দাওয়া বিষয়ক সম্পাদক  মুফতি মহিউদ্দিন মাসুম , কেন্দ্রীয় সদস্য হাবিবুর রহমান কাসেমী।

মুফতী শওকত হোসাইন কাসেমীকে সভাপতি ও মাওলানা মুহাম্মাদুল্লাহকে সাধারণ সম্পাদক এবং মাওলানা হারুনুর রশিদকে সাংগঠনিক সম্পাদক করে উত্তরা পূর্ব থানা শাখাকে পুনর্গঠন করা হয়।

বৈঠকের উপস্থিত ছিলেন মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সালাউদ্দিন, মাওলানা জোবায়ের হোসাইন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ইসমাইল, মাওলানা নাজিমুল হাসান, মাওলানা তারিকুল ইসলামসহ জমিয়ত যুব জমিয়ত ছাত্র জমিয়তের নেতারা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ