শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক মদিনায় তিন বছর ধরে আইসিইউতে থাকা এক বাংলাদেশি আলেমের করুণ কাহিনি আল্লামা আহমদ শফী রহ.: খণ্ড খণ্ড গল্প চামড়ায় দেওয়া লবণে রং মিশিয়ে তৈরি হতো বিট লবণ

নারীদের আসন ১০০ করার সিদ্ধান্ত বৈষম্যমূলক: মাওলানা জালালুদ্দীন আহমদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাব্বির আহমদ খান

জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০ থেকে বাড়িয়ে ১০০ করার জোর তৎপরতা চলছে। এটাকে সংবিধান, সংসদীয় নিয়ম এবং রাজনৈতিক ঐক্যমতের পরিপন্থী বলে মনে করছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মতে, এই সিদ্ধান্ত একতরফা এবং গণআকাঙ্ক্ষার বিপরীত।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনে নারী-পুরুষ সকলেই সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এর বাইরে অতিরিক্ত ৫০টি সংরক্ষিত নারী আসন পূর্বে ছিল, যা দলীয় অনুপাত অনুযায়ী নির্ধারিত হতো। কিন্তু এখন সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হচ্ছে, যা প্রকৃতপক্ষে একটি রাজনৈতিক বৈষম্য তৈরি করছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, সংরক্ষিত নারী আসনকে ৫০ থেকে ১০০-তে উন্নীত করার পরিকল্পনা অযৌক্তিক ও অগণতান্ত্রিক। কারণ, ৩০০ আসনেই নারীরা মনোনয়ন পেতে ও জয়ী হতে পারেন। আলাদাভাবে ১০০ আসন সংরক্ষণ মানে হলো নারী-পুরুষের মধ্যে প্রকৃত প্রতিযোগিতার সুযোগ কমিয়ে দেওয়া এবং একটি বর্ধিত কোটা ব্যবস্থা চাপিয়ে দেওয়া, যা ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল চেতনার সাথেও সাংঘর্ষিক।

সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্য ছাড়া সরকার একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বলে মনে করেন মাওলানা জালালুদ্দীন আহমদ। বাংলাদেশ খেলাফত মজলিসের দাবি, সংরক্ষিত নারী আসন পূর্বের মতো ৫০টিই থাকতে হবে, এর বেশি নয়।

মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে বলেন, যদি সরকার জনগণের ইচ্ছা ও রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে এই প্রস্তাব পাশ করে, তখন আমরা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ