শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায় এই দেশ সব ধর্মের মানুষের: ধর্ম উপদেষ্টা

তিস্তার মেগা প্রকল্প বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবিতে বেগম রোকেয়ায় মশাল মিছিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছেন একদল শিক্ষার্থী। আজ শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মশাল প্রজ্বালন ও মিছিল করা হয়। এতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে তিস্তা নদী রক্ষা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করা হয়।

কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক শাহরিয়ার সোহাগ, শামসুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির সাবেক সদস্যসচিব রহমত আলী বক্তব্য দেন।

শাহরিয়ার সোহাগ বলেন, ভারত গজলডোবায় বাঁধ দিয়ে নদীর আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে। পানির আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল। ভারতের তিস্তার পানির রাজনীতির কারণে দেশের উত্তরবঙ্গের পাঁচটি জেলা সরাসারি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজশাহী অঞ্চলের পদ্মা নদীও মৃতপ্রায় নদীতে পরিণত হচ্ছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। কিন্তু ভারত এই নদীমাতৃক দেশকে মরুভূমিতে পরিণত করছে।

বক্তারা বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার রংপুরের পাঁচটি জেলার লাখো মানুষ মশাল জ্বালিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারকে এই মানুষের ভাষা বুঝতে হবে। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শিগগির শুরু করতে হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে নভেম্বর মাসের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার দাবিতে গতকাল রংপুরের গঙ্গাচড়ায় মশাল প্রজ্বালন করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা জানান, ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদীর তীরবর্তী এলাকায় এই মশাল প্রজ্বালন কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। এ ছাড়া রংপুরসহ তিস্তা নদীবেষ্টিত ১০ উপজেলার ৩১টি স্থানে মশাল প্রজ্বালন কর্মসূচি পালন করা হয়। এতে আগামী নভেম্বরের মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার দাবি জানান আসাদুল হাবিব।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ