শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায়

হজ নিবন্ধন: আজ ছুটির দিনেও খোলা যেসব ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার সাপ্তাহিক ছুটি হলেও দেশের হজ কার্যক্রমে নিয়োজিত ব্যাংকগুলোর নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এসব শাখা স্বাভাবিক ব্যাংকিং সময় অনুযায়ী কার্যক্রম চালাবে।

গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ (ডিওএস) থেকে জারি করা সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে জানানো হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে, হজ অর্থগ্রহণকারী ব্যাংকগুলোর নির্দিষ্ট শাখা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে আজকের দিনটিতে খোলা রাখতে হবে।

এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক উপস্থিত থাকবেন, ততক্ষণ পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে হবে।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্কুলারটি ইতোমধ্যে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ