শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬ ।। ১৯ পৌষ ১৪৩২ ।। ১৪ রজব ১৪৪৭

শিরোনাম :
খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক খুতবার প্রস্তুতিকালে মিম্বরেই ইমামের মৃত্যু বিশিষ্ট বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর মনোনয়নপত্র বাতিল গুলশান আজাদ মসজিদে মায়ের দোয়া মাহফিলে তারেক রহমান নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: সালাহউদ্দিন আহমদ আল্লাহ স্বাক্ষী, ১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত ‘ইসলামী ছাত্র আন্দোলনকে সাহাবাদের চরিত্র দৃঢ়ভাবে ধারণ করতে হবে’ ৭২ বছর ইমামতি, ‘শেষ খুতবা’র পর আবেগঘন বিদায় নিলেন মাওলানা আবদুল হক শহীদ হাদির নাম এখন আর বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ নয়: নৌ উপদেষ্টা মুফতি আমির হামজার আয় কত, জানা গেল হলফনামায়

লক্ষ্মীপুরের ৯ দোকানে আগুন, ক্ষতি কোটি টাকার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার স্লুইসগেইট বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম  হয়। তবে এর আগেই ৪ টি মুদি দোকান, ২টি ফার্মেসী, ২টি ফার্ণিচার, এবং ১টি ওয়ার্সপসহ মোট ৯টি দোকান ঘর ও মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।  এতে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

শনিবার গভীর রাতে ওই বাজারে মুদি ব্যবসায়ী বেলালের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে বেলালের মুদি দোকান থেকে হঠাৎ অগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। দোকানঘর ছাড়াও পল্লী বিদ্যুৎতের পাঁচটি মিটার ও সঞ্চালন তার এবল একটি খুটি পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে বেলাল, বাবুল, বেলাল হোসেন এবং জাকের হোসেনের মুদি দোকান, আলমগীর হোসেনের পাইকারি ওষুধের দোকান, রিপনের ওষুধের দোকান, বাবুল এবং আলী আহমেদের ফার্ণিচার দোকান এবং আকরামের ওয়ার্কশপ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তের শিকার ব্যবসায়ী ও ঘর মালিকদের তালিকা প্রস্তুত করতে ইতোমধ্যে প্রকল্প কর্মকর্তাকে বলা হয়েছে, তালিকা মোতাবেক বরাদ্দ পেলে সহায়তা দেওয়া হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ