রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করায় অভিনন্দন জানিয়েছেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

শনিবার (২৫ অক্টোবর) বেফাকের কেন্দ্রীয় মজলিসে আমেলার বৈঠকে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করতে বেফাকের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন চেয়ারম্যান আল্লামা মাওলানা মাহমুদুল হাসান।

বেফাকের এই সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়ে পীর সাহেব মধুপুর বলেন— বেফাকের এই সংহতি ও একাত্মতা প্রকাশে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনকে আরও বেগবান করবে এবং দেশের অন্যান্য ইসলামি সংগঠনের জন্য এটি এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

‘বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা’ শিরোনামে এক বার্তায় বলা হয়, আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগদানের জন্য দেশের উলামা তলাবাসহ সর্বস্তরের মুসলিম জনসাধারণকে আহ্বান জানিয়েছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নেতৃবৃন্দ।

শনিবার (২৫ অক্টোবর) বেফাকের মজলিসে আমেলার বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।

সদরে বেফাক মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আমেলার বৈঠকে দেশের বেফাক সংশ্লিষ্ট সর্বোচ্চ পর্যায়ের উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ