বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫ ।। ১৯ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামিয়া গহরপুরে শিক্ষকতার পাঁচ দশক পূর্তিতে দুই শিক্ষকের সম্মাননা বৃহস্পতিবার পুঁজিবাদের বিপরীতে ইসলাম নারীর প্রতি পরিপূর্ণ সম্মানের কথা বলে: খামেনি বন্দরে কর্কশিট কারখানায় আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মাঝেই ৫৪ দম্পতির গণবিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে প্রধান উপদেষ্টা নবাগত ইউএনওর সঙ্গে হাতপাখার প্রার্থী সাকীর শুভেচ্ছা বিনিময় প্রাথমিকে শাটডাউন, শিক্ষকদের ছাড়াই পরীক্ষা দিলো শিশুরা সার্টিফিকেটের স্বীকৃতি: কওমি মুরব্বিদের প্রতি একটি নিবেদন বিশ্ব প্রতিবন্ধী দিবস: শীতকালে প্রতিবন্ধীদের চ্যালেঞ্জ ও সমাধানের দিকনির্দেশনা নবাবগঞ্জে আগুনে পুড়েছে ১১ বাড়ি, নিহত ১

সাদপন্থীদের আমির ওয়াসিফুল ইসলাম, শুরায়ি নেজামের বার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তাবলিগের নতুন আমির ওয়াসিফুল ইসলাম’ বলে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ পরিবেশন করা হচ্ছে এ ব্যাপারে তাবলিগের শুরায়ি নেজামের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারা বলছেন, গণমাধ্যম বিভ্রান্তিকর সংবাদ পরিবেশ করছে। ওয়াসিফুল ইসলাম তাবলিগের আমির নয়, সাদপন্থীদের আমির নির্বাচিত হয়েছেন।

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান রোববার (১ ডিসেম্বর) এক বার্তায় বলেন- গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে কিছু সংবাদমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারিত হচ্ছে। বিশেষ করে এদেশীয় সাদপন্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম হলেন ‘বাংলাদেশ তাবলীগ জামাতের আমির’ — যা সম্পূর্ণ ভুল, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

এ বিষয়ে স্পষ্টভাবে জানানো যাচ্ছে— ইঞ্জিনিয়ার ওয়াসিফুল ইসলাম বাংলাদেশ তাবলিগ জামাতের আমির নন। তিনি শুধু তাবলিগ জামাতের সাদপন্থী অংশের আমির নির্বাচন হয়েছেন। বহু বছর ধরে বাংলাদেশে সাদপন্থীরাও শুরা পদ্ধতিতেই তাবলিগের মেহনত করে আসছিলেন। একে একে তাদের বেশ কিছু শুরা সদস্য ইন্তেকাল করেন ও অসুস্থ হয়ে পড়েন।  পরবর্তীতে গতকাল  ইন্দোনেশিয়ায় মাওলানা সাদ তাকে বাংলাদেশর সাদপন্থীদের আমির হিসেবে নির্বাচন করেন। 

গণমাধ্যমকে অনুরোধ করা হচ্ছে—

১. বিভ্রান্তিকর শিরোনাম, পরিচয় বা দাবি প্রচার থেকে বিরত থাকতে।

২. সংবাদ প্রকাশের ক্ষেত্রে যাচাই-বাছাই করে তথ্য উপস্থাপন করতে।

আমরা আশা করি, গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা ভবিষ্যতেও বজায় থাকবে এবং সঠিক তথ্যই জনগণের সামনে উপস্থাপিত হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ