শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


 চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ-এর তত্ত্বাবধানে আয়োজিত ৩৮তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

জানা যায়, গতকাল (১৮ জানুয়ারি) থেকে চট্টগ্রামের ঐতিহাসিক জমিয়াতুল ফালাহ ময়দানে শুরু হয় দিনব্যাপী এই মহাসম্মেলন। তবে আজ শেষ দিনের আয়োজন দেশের সার্বিক পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে।

আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের কার্যক্রম স্থগিতের বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন ইসলামী সম্মেলন সংস্থার সেক্রেটারি মুফতি আরশাদ রহমানী।

তিনি জানান, চট্টগ্রাম এবং দেশের সার্বিক বিষয় বিবেচনা করে মাহফিলের শেষ দিনের কার্যক্রম মুরব্বিদের পরামর্শে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাহফিলের সার্বিক কার্যক্রম সফল করতে যারা, যেভাবে সহযোগিতা করেছেন এবং মাহফিলে উপস্থিত হয়ে আয়োজনের সৌন্দর্য বৃদ্ধি করেছেন—সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মুফতি আরশাদ রহমানী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ