আওয়ার ইসলাম: পবিত্র কোরআন ও হাদিসের আলো ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের নিকলীতে ইখওয়ানুল উম্মাহ যুব ওলামা পরিষদ দৌলতপুর-এর উদ্যোগে আয়োজিত হয়েছে হিফজুল কোরআন ও হিফজুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠান।
গত ৩ এপ্রিল ২০২৫ (বৃহস্পতিবার) দারুল উলুম দৌলতপুর মাদরাসার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়েছে। এতে নিকলী-বাজিতপুর উপজেলার স্বনামধন্য কওমী মাদরাসার ছাত্ররা স্বত:স্ফূর্ত অংশ গ্রহণ করেছে । এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের প্রতিভার অনন্য স্বাক্ষর রেখেছে।
ব্যতিক্রমধর্মী এ প্রতিযোগিতায় হিফজুল কোরআন দু’টি গ্রুপ (দশ পারা ও পাঁচ পারা)’য় অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে ছিলেন যথাক্রমে হাফেজ মাওলানা রেজাউল করিম, মুফতি হাদিউল ইসলাম ও হাফেজ মাওলানা মামুনুর রশিদ,হাফেজ মোস্তফা কামাল। এছাড়া হিফজুল হাদিসের বিচারক হিসেবে ছিলেন মুফতি সুহাইল কাইয়ুম মুফতি নুর মোহাম্মদ ।
প্রতিভা বিকাশের মাধ্যম এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন পোর্টাল আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, মাওলানা মানসুরুল হক, মাওলানা আজিজুল হক, মাওলানা শাহপরান, হাফেজ আব্দুল করিম, মুফতি আজিজুল হক ইয়াকুবি। এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা ফজলুল হক দৌলতপুরী, হাফেজ মাহমুদুল হাসান বাচ্চুসহ স্থানীয় আলেম প্রমুখ।
ইখওয়ানুল উম্মাহ যুব ওলামা পরিষদ দৌলতপুর-এর সভাপতি মুফতি শফিক বিন সিরাজ বলেন, বর্তমানে সারাদেশে কোরআন ও হাদিস চর্চার বেশ সুযোগ তৈরী হয়েছে। আমরা এ চর্চাকে আরও শাণিত করতে ও নতুন প্রজন্মকে ইলমে দ্বীন চর্চার প্রতি আরও উৎসাহিত করতে এ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আশা করি এর মাধ্যমে তারা ইলম চর্চায় আরো উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির মাঝে কোরআন-হাদিসের নুরানি আলো ছড়িয়ে দিবে। এছাড়া এ প্রতিযোগিতা বাস্তবায়নে যারা সার্বিক সহযোগিতা করেছে সকলের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হুসাইন সা’দী বলেন, আমরা প্রতিযোগীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করেছি। যাতে আমরা বিজয়ীদের যথাযথ মূল্যায়ন করতে পারি। আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
এছাড়া অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শফিক সিরাজ, হুসাইন, শাহপরান, আবু রায়হান, ইসলামুদ্দীন, এনানুল হাসান, শাহজালাল (শ্রাবন), আবদুল রাজ্জাক, আবদুল মুহাইমিন, রায়হান আব্দুল কাইয়ুম, আব্দুর রাকিবসহ আরও অনেকে।
এমএম/