শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীতে আন্তর্জাতিক ক্বারিদের উপস্থিতিতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার ছয়ানি উচ্চ বিদ্যালয়ের মাঠে কুরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় গ্র্যান্ড ফিনালের প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন - ঢাকা মতিঝিল মিছবাহুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শায়খ মুহাদ্দিস মাহমুদুল হাসান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন-নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, পবিত্র কুরআনের হাফেজদের সম্মান জানানোর পাশাপাশি নতুন প্রজন্মকে কুরআন মুখস্থ করতে উৎসাহিত করার জন্য আমরা নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন করেছি।

এ অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন বাংলাদেশের প্রধান ক্বারি শায়খ আহমাদ বিন ইউছুফ আযহারী। সেখানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন - জাগ্রত কবি শিল্পী মুহিব খান। এছাড়া গ্র্যান্ড ফিনালের আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুবসহ অনেকেই উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৮০ জন প্রতিযোগীদের মধ্যে থেকে ২০ জনকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে নগদ অর্থ ও বইসহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন নুর ফাউন্ডেশন ও নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ