শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘শিক্ষক ঘাটতি পূরণ ও কোটা বিলুপ্তিতে শিক্ষার পরিবেশ ফিরে আসবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নারী কোটা বিলুপ্ত করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে জাতীয় শিক্ষক ফোরাম। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা এবিএম জাকারিয়া শনিবার ঢাকার সেগুনবাগিচায় শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।

তিনি বলেন, “বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ছিল শিক্ষক সংকট নিরসনের মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। নারী কোটা বিলুপ্তির সিদ্ধান্ত শিক্ষাখাতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং নিয়োগের ক্ষেত্রে মেধার মূল্যায়ন নিশ্চিত হবে।”

মাওলানা জাকারিয়া বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল কোটাবিরোধী আন্দোলনের প্রতিফলন। মেধার ভিত্তিতে নিয়োগই এখন সময়ের দাবি। প্রাইমারি স্কুলের পাশাপাশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসা স্তরেও মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে হবে। তাহলেই মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়ন সম্ভব হবে।”

সভায় তিনি সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূরীকরণ ও শিক্ষাব্যবস্থার জাতীয়করণের দাবি জানান। বলেন, “শিক্ষকদের ৪৫% বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং শতভাগ উৎসব ভাতা প্রদান এখন ন্যায্য অধিকার। পাশাপাশি অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের ব্যবস্থা করতে হবে, যাতে হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক মানবেতর জীবনযাপন থেকে মুক্তি পান।”

তিনি আরও বলেন, “ম্যানেজিং কমিটি প্রথা একটি দুর্নীতিপূর্ণ ব্যবস্থা, যা শিক্ষা প্রতিষ্ঠানকে দুর্বল করে দিয়েছে। এই ব্যবস্থার বিলুপ্তি এখন জরুরি। একই সঙ্গে গত ১৬ বছরে শিক্ষা খাতে সংঘটিত সকল দুর্নীতির তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।”

জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র সহ-সভাপতি শিক্ষকদের উদ্দেশে বলেন, “শিক্ষার নামে আর কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য শিক্ষকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ