রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

নেত্রকোনায় ৫০ বছরের হিফজ শিক্ষকের রাজকীয় বিদায় সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নেত্রকোণা জেলা প্রতিনিধি: 

নেত্রকোনা জেলা সদরের কওমি মাদরাসা, জামিয়া মিফতাহুল উলুম মাদরাসা নেত্রকোনা এর বিদায়ী শিক্ষক হাফেজ মোঃ সাইদুর রহমান অর্ধশত বছর যাবত প্রধান হাফেজ হিসেবে শিক্ষার্থীদের হিফজের দরস দিয়ে আসছিলেন।

সম্প্রতি তিনি অত্র মাদ্রাসা থেকে বিদায় নিয়েছেন। তাঁর বিদায়ের পর তার হাজার হাজার শিক্ষার্থী যারা অর্ধশত বছর পর্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে হেফজ সম্পন্ন করেছেন, তাদের উদ্যোগে আজ নেত্রকোনার ঐতিহাসিক পাবলিক হলে এক আড়ম্বরপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিশিষ্ট ওলামায়ে কেরাম, হাফেজগণ এবং গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। কানায় কানায় পূর্ণ হলরুমে বিভিন্ন আলোচকগণ অত্যন্ত আবেগপ্রবণ আলোচনা রাখেন।

হাফেজ মোঃ সাইদুর রহমান-এর উল্লেখযোগ্য শিক্ষার্থীদের মধ্যে নেত্রকোনা আল মদিনা কমপ্লেক্স এর মহাপরিচালক হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহ ,ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোনা জেলার উপ-পরিচালক জনাব শফিকুর রহমান সরকারসহ অসংখ্য গুণীজন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে তাঁকে বিভিন্ন উপহারে ভূষিত করা হয়। কাপড়-চোপড় আসবাবপত্র ক্রেস্টসহ নগদ দেড় লক্ষ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে দুটি কার ও বহু মোটরসাইকেল এর সমন্বয়ে আড়ম্ভরপূর্ণ গাড়ির বহরের মাধ্যমে তাঁকে তার নিজ গ্রাম সদর উপজেলার বর্ণীতে পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, হাফেজ সাইদুর রহমান যেমনি ছিলেন অতি উঁচু মানের হাফেজ, তেমনি ছিলেন উন্নত আখলাকের অধিকারী। উক্ত অনুষ্ঠানটি হাফেজ মাওলানা আবদুল্লাহ সাহেবের সভাপতিত্বে শুরু এবং শেষ হয়। 

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ