সোমবার, ০৪ আগস্ট ২০২৫ ।। ২০ শ্রাবণ ১৪৩২ ।। ১০ সফর ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা সব ধরনের দূষণ রোধে আলেম-ওলামার সহযোগিতা চায় সরকার খুনিদের ভয়ে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে যেতে পারি না ইসলামী আন্দোলনের মহাসচিবের সঙ্গে ইরানি প্রতিনিধি দলের সাক্ষাৎ  ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আলেম-ওলামার সক্রিয় ভূমিকা ছিল’ ‘বসিলা আন্দোলন জমানোর পিছনে আমাদের মাদ্রাসার বড় ভূমিকা ছিল’ ১১ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২১, আহত ৫ হাজারের বেশি: টিআইবি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে সরকারের নতুন পরিকল্পনা চাকরি পাওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের তথ্য যাচাই করছে সরকার : ফারুক-ই-আজম সাদিক কায়েম প্রসঙ্গে কাদেরের স্ট্যাটাসের জবাবে মুখ খুললেন এনসিপি নেতা 

এক টাচেই দান – আসসুন্নাহ ফাউন্ডেশনের যুগান্তকারী উদ্যোগ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ মিজানুর রহমান

প্রযুক্তির এই যুগে মানুষ চায় সহজ ও দ্রুত সমাধান। আর যদি হয় সাদকাহ বা দান করার মতো মহৎ কাজ, তাহলে প্রযুক্তির সহায়তা আরও জরুরি হয়ে পড়ে। সেই চিন্তা থেকেই আসসুন্নাহ ফাউন্ডেশন চালু করেছে ‘এক টাচেই দান’ নামে এক অসাধারণ উদ্যোগ, যার মাধ্যমে মাত্র একটি ক্লিকে কেউ দান করতে পারে। 

উদ্যোগের মূল কথা: 

এই প্রকল্পের মূল লক্ষ্য—দানকে সহজ, দ্রুত ও সবার জন্য গ্রহণযোগ্য করা। সময় স্বল্পতা, গন্তব্য অনিশ্চয়তা বা আস্থার সংকট—এসব কারণেই অনেক সময় মানুষ দান করতে চাইলেও পিছিয়ে যায়। 'এক টাচেই দান' সিস্টেমে সেই বাধাগুলো আর থাকছে না।

কীভাবে কাজ করে: 

আসসুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট/অ্যাপে প্রবেশ করে দান করুন অপশনে যান। পছন্দ অনুযায়ী সাদকাহ বা ফান্ড নির্বাচন করুন। এক টাচেই দান মোবাইল ব্যাংকিং/কার্ড/অ্যাপের মাধ্যমে নিরাপদ লেনদেন যায়। এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় মাত্র ৩০ সেকেন্ডে!

বিশ্বাস ও স্বচ্ছতা: 

দানদাতাদের জন্য স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি লেনদেনের রসিদ সরবরাহ, প্রকল্পের অগ্রগতির আপডেট ও সরাসরি ফিডব্যাকের সুযোগ রাখা হয়েছে। ফলে একজন দানকারী জানেন, তার দান কোথায় যাচ্ছে। এই দানের মাধ্যমে গরিব-অসহায়দের সুশৃঙ্খলভাবে সহায়তা  করা হয়। এর মধে আছে স্বাস্থ্যসেবা, খাদ্য বিতরণ, ওয়াকফ, এতিমখানা, পানি প্রকল্প, জরুরি রিলিফ, পুনর্বাসন প্রকল্পে দ্রুত সহায়তাসহ অনেক কিছু।

এক টাচেই দান’ শুধু একটি প্রযুক্তি নয়, এটি একটি চেতনার নাম—যেখানে মানুষ দান করতে পারে স্বাচ্ছন্দ্যে, আস্থা নিয়ে, দায়িত্বশীলতার সঙ্গে। এই উদ্যোগ নিঃসন্দেহে দানের সংস্কৃতিকে সহজ করে তুলছে এবং ইসলামের খেদমতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ