মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


কোমায় থেকে সন্তানের জন্ম দেয়ার চার মাস পর জ্ঞান ফিরেছে মায়ের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোমায় থেকে সন্তানের মা হয়েছেন আর্জেন্টিনার এক মহিলা । অ্যামেলিয়া নামক ঐ মহিলার সন্তান জন্মেছিল প্রায় চার মাস আগে।

আর্জেন্টিনার নাগরিক মা অ্যামেলিয়া বান্নান একজন নারী পুলিশ কর্মী হিসেবে কাজ করতেন। ২০১৬ সালের ১ নভেম্বর স্বামীর সঙ্গে গাড়িতে করে যাচ্ছিলেন অ্যামেলিয়া। পথে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। এতে গুরুতর আহত হন অ্যামেলিয়া। সে সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন ।

দূর্ঘটনায় জ্ঞান হারানোর পর প্রায় চার মাস ধরে কোমায় ছিলেন। এবং কোমায় অচেতন অবস্থায় একটি ছেলেশিশুর জন্ম দেন । তার নাম রাখা হয় স্যান্তিনো। শিশুটি চোখে আলো দেখলেও দেখতে পারেননি মা অ্যামেলিয়া। কারণ, তখনো তাঁর জ্ঞান ফেরেনি।

অ্যামেলিয়ার ভাই সিজার বলেন, ‘২০১৭ সালের শুরুর দিকে সে (অ্যামেলিয়া) একটু নড়াচড়া করত। এটা জ্ঞান ফেরার লক্ষণ ছিল।’

“গত বৃহস্পতিবার আমরা ক্লিনিকে তার কক্ষে ছিলাম। হঠাৎ কেউ বলে উঠল ‘হ্যাঁ’। আমরা তখন তাঁর কাছে গেলাম। সে অনেক জোরে নড়াচড়া করছিল।”

সিজার বলেন, জ্ঞান ফেরার পর স্যান্তিনোকে নিয়ে আসা হয় অ্যামেলিয়ার কাছে। কিন্তু সন্তানকে দেখে ভাবলেন, সেটি তাঁর বোনের সন্তান। পরে পরিবারের সবাই মিলে তাঁকে খুশির খবর শোনায়।

অ্যামেলিয়ার চিকিৎসকরা জানান, বিজ্ঞানের সব যুক্তিকে মিথ্যা প্রমাণিত করেছেন অ্যামেলিয়া। এটা একটা অলৌকিক ঘটনা।

[ভারতে কঠোর নজরদারিতে ২ হাজার মাদরাসা-মসজিদ]

[হাফেজ্জী হুজুরকে নানা ডাকেন প্রধানমন্ত্রী; নানাকে অপবাদমুক্ত করুন]

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ