শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

কুড়িগ্রামে তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের তিন মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তারা ইউনিয়নের জান্নাতুল ফেরদৌস নুরানী হাফেজিয়া মাদরাসার শিশু শ্রেণীর (মক্তব বিভাগ) ছাত্র ছিলো।

গত বৃহস্পতিবার বিকেলে ওই তিন শিক্ষার্থী মাদরাসার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাদের কোনো খোঁজ-খবর পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো ছাটবাড়ি গ্রামের আবু বক্করের পুত্র শাহ আলম (১২), খোকা মিয়ার পুত্র জহুরুল হক (১১) এবং ফজলার রহমানের পুত্র দুখু মিয়া (১১)। তিনজনই ওই মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের লোকজন জানান, রাতে মাদরাসার থেকে পড়াশুনা করে শিক্ষার্থীরা। প্রতিদিনের মতো ওই তিন শিক্ষার্থী একত্রিত হয়ে বিকেল ৫টার দিকে মাদরাসায় যায়। রাতে পরিবারের লোকজন তাদের খাবার দিতে গেলে জানতে পারে মাদরাসায় তারা উপস্থিত নেই। পরদিন থেকে বিভিন্ন জায়গায় খোঁজ নিলেও সন্ধান মেলেনি।

মাদরাসার শিক্ষক আজিজার রহমান জানান, সকালে মাদরাসার কয়েকজন শিক্ষার্থী তাদের মাদরাসারআশেপাশে দেখেন। কিন্তু রাতে তারা আসেননি বলেও জানান তিনি। এদিকে পরিবারের পক্ষ থেকে তাদের নিখোঁজ সংবাদ এলাকায় মাইকিং করে জানানো হয়।

এ ব্যাপারে কচাকাটা থানার ওসি জাকিউল আলম বলেন, ‘ঘটনাটি শুনেছি এখনো কেউ অভিযোগ কিংবা জিডি করেনি। ’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ