মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


হজ যাত্রায় শীর্ষ চারে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হজে অংশগ্রহণকারী শীর্ষ ১০টি দেশের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।এ বছর পবিত্র হজ পালনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২০ লাখ মুসলমান পবিত্র  মক্কা নগরীতে একত্রিত হবে । এর মধ্যে বাংলাদেশ  চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনেচ্ছুকদের তালিকা প্রকাশ পেয়েছে।  শীর্ষ তালিকায় প্রথম স্থানে আছেন

সৌদি প্রেস এজেন্সির তথ্যানুযায়ী গতকাল (২৬ আগস্ট, শনিবার) পর্যন্ত মোট ১৫ লাখ ৮৪ হাজার ২৬৯ জন হজযাত্রী পবিত্র হজ পালনে পবিত্র নগরী মক্কায় পৌঁছেছে।>> ইন্দোনেশিয়া- ২ লাখ ২১ হাজার।এর মধ্যে বাংলাদেশ  চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনেচ্ছুকদের তালিকা প্রকাশ পেয়েছে।

১. ইন্দোনেশিয়া- ২ লাখ ২১ হাজার।
২. পাকিস্তান- ১ লাখ ৭৯ হাজার।
৩. ভারত- ১ লাখ ৭০ হাজার।
৪. বাংলাদেশ- ১ লাখ ২৭ হাজার ১৯৮।
৫. মিসর- ১ লাখ ০৮ হাজার।
৬.  ইরান- ৮৬ হাজার ৫০০।
৭. নাইজেরিয়া- ৭৯ হাজার।
৮. তুর্কি- ৭৯ হাজার।
৯. আলজেরিয়া- ৩৬ হাজার এবং
১০. মরক্কো- ৩১ হাজার জন।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ