শুক্রবার, ০২ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৪ জিলকদ ১৪৪৬


আজারবাইজানে অগ্নিকান্ড, নিহত ২৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজারবাইজানে একটি মাদক নিরাময় কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে রাজধানী বাকুতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ খবর দিয়েছে আল জাজিরা। দেশটির জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রটি থেকে ৩১ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩ জন পাশ্ববর্তী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ বলেছে, কাঠের তৈরি এক তলা ভবনটিতে স্থানীয় সময় সকাল ৬ টা ১০ মিনিটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। অগ্নি নির্বাপনকর্মীরা সাড়ে ৮টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ