শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

জামেয়া দারুল মা'আরিফের প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামে প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত হয়েছে। গত ১৪ মার্চ (বুধবার) জামেয়া দারুল মা'আরিফে অনুষ্ঠিত সাবেক ছাত্র ও শিক্ষকদের এক মিলনমেলায় প্রাক্তন ছাত্র পরিষদটি গঠিত হয়।

জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার সহকারী পরিচালক ডক্টর মাওলানা জসীম উদ্দীন নদভীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা আফিফ ফুরকান মাদানী ও শিক্ষক মাওলানা মাহমুদ মুজিবের সমন্বয়ে অল্প সময়ের ঘোষনায় দু'শতাধিক প্রাক্তন ছাত্রের সমাবেশ ঘটে।

উক্ত মিলনমেলায় আরবী হিজরী সনের গননায় ১৪০৫ সাল থেকে ১৪৩৮ সাল পর্যন্ত প্রতিটি ব্যাচের প্রতিনিধি যোগ দেন।

সভায় আলোচনা ও পরামর্শের ভিত্তিতে ১৯ সদস্যের আহবায়ক কমিটি গঠিত হয়।

এতে আহ্বায়ক হিসেবে নির্বাচন করা হয়- জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার সহকারী পরিচালক ড. জসীম উদ্দীন নদভী। সদস্য সচিব নির্বাচন করা হয়- আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সাইয়েন্স ও ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মুস্তফা কামিল মাদানী।

সদস্যরা হলেন- শাহ ওয়ালীউল্লাহ মাদরাসার পরিচালক মাওলানা শফিউল্লাহ, জামেয়া দারুল মা'আরিফের সিনিয়র শিক্ষক মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী প্রভাষক মাওলানা শফিউদ্দীন কুতুবী, জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা আফিফ ফুরকান মাদানী, সাদার্ন ইউনিভার্সিটির লেকচারার মাওলানা আলাউদ্দীন চৌধরী, জাতীয় আরবী বিশ্ব বিদ্যালয়ের লেকচারার মাওলানা হারুনুর রশীদ।

জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার শিক্ষক মাওলানা মুহাম্মদ ফুরকান হুসাইন, মাওলানা আহমদ নাছির, মাওলানা মাহমুদ মুজিব, লোহাগাড়া ফাতিমাতুযযাহরা মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইবরাহীম ছিদ্দীকি, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রভাষক মাওলানা শহীদুল্লাহ, চিটাগাং আইডিয়াল গার্লস মাদরাসার শিক্ষক মাওলানা সাঈদ আযহারী, আল হুমাইরা মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা রবিউল আহসান, আল হুমাইরা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা রুকন উদ্দীন, দারুল ইরফান মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, এডভোকেট ফাইয়্যাজ, মিনহাজুল ইসলাম।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ