শনিবার, ০৩ মে ২০২৫ ।। ২০ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

কওমি শিক্ষাসনদ দ্রুত সরকারিকরণে সংবাদ সম্মেলন শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কওমি মাদরাসার শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়নে “কিছু লোকের অশুভ তৎপরতার” কথা উল্লেখ করে প্রতিবাদ হিসেবে সংবাদ সম্মেলন ডেকেছে কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন।

৩১ মার্চ শনিবার বেলা ২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দসহ কওমি মাদরাসার শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থাকবেন।

দেশের প্রখ্যাত আলেম, বুদ্ধিজীবী ও ইসলামিক স্কলারগণও সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের পক্ষে সংবাদ সম্মেলনের আহব্বায়ক মুফতি ইয়াহইয়া মাহমুদকে সংবাদ সম্মেলনের কারণ জানতে চাইলে বলেন, কওমি মাদরাসা শিক্ষাসনদ ঘোষিত হলেও বাস্তবায়নের পক্ষে বাধা হয়ে দাঁড়াচ্ছে একটি দল।

তারা চায় কওমি স্বীকৃতি যেনো বাস্তবায়ন না হয়। তাই আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে স্বীকৃতি পরিপূর্ণভাবে বাস্তবায়নের  দাবি জানানোর জন্যই উদ্যোগ গ্রহণ করেছি।

মুফতি ইয়াহ ইয়া মাহমুদ আরো বলেন, কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ননের লক্ষ্যেই গঠিত হয়েছে কওমি সমন্বিত শিক্ষাবোর্ড হাইয়াতুল উলইয়া। এর কার্যক্রম সরকারি করার কার্যকরি ব্যবস্থা নেয়া হোক খুব দ্রুত। সেটাকে তরান্বিত করতেই আমাদের সংবাদ সম্মেলন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন, মাওলানা আবদুর রহিম, মাওলানা সদরুদ্দীন মাকনূনসহ কওমি শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন: তাবলিগের সঙ্কট নিরসনে ঢাকায় উলামা সম্মেলন কাল

-রোরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ