বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬


শিশুর পেশাব কিংবা ডায়াপার পরিষ্কার করলে অজু ভাঙ্গবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

প্রশ্ন : আসসালামু আলাইকুম। আমার শরীরে যদি কোন নাপাকী লাগে অথবা আমি যদি শিশুর পেশাব কিংবা ডায়াপার পরিষ্কার করি তবে কি আমার অজু ভেঙ্গে যাবে?

উত্তর: ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহ।

শিশুর পেশাব কিংবা ডায়াপার পরিষ্কারে অজু ভঙ্গ হয় না। কারণ নাপাক হাতে লাগলে অজুভঙ্গ হয় না, তবে নামাজের আগে অবশ্যই নাপাকগুলো ভালভাবে পরিষ্কার করে নিতে হবে।

অনুরূপভাবে চিকিৎসার সরঞ্জামে হাত দিলে, রক্ত কিংবা অন্য যে কোন নাপাক স্পর্শ করলে অজু ভঙ্গ হয় না। তবে অবশ্যই যে স্থানে নাপাক লাগবে সে স্থান উত্তমরূপে ধৌত করতে হবে।

খালি পায়ে বাথরুমের মেঝেতে হাটলেও অজু ভঙ্গ হয় না। তবে যদি মেঝেতে কোন নাপাক লেগে থাকে আর মেঝে অথবা পা ভেজা থাকে, এমতাবস্থায় সে মেঝেতে হাটলে পা উত্তমরূপে ধৌত করে নিতে হবে। -ফাতও’য়াতে শায়েখ ইবনে বাজ, ১০/১৩৯

সূত্র: islamqa.info

আরএম/


সম্পর্কিত খবর