মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


এবার সিরিয়া থেকে ইসরায়েলে রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার সিরিয়া থেকে ইসরায়েলের দিকে অন্তত তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১৪ মে) এ খবর প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রকেটগুলো সিরিয়ার ভেতরেই পতিত হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ মে) দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করা হয়েছিল। সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, লেবানন থেকে নিক্ষেপ করা রকেট গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়।

এই হামলা কারা চালিয়েছে তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, ইসরায়েলের শত্রু হিজবুল্লাহ হামলা চালাতে পারে।

উল্লেখ্য, সোমবার (১০ মে) থেকে গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো অব্যাহত রয়েছে। এ হামলায় অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় হাজার খানেক।

অন্যদিকে হামাসের রকেট হামলায় এখন পর্যন্ত আটজন ইসরায়েলি নিহত হয়েছে। এদের মধ্যে  একজন ভারতীয়, এক ইসরায়েলি সেনাসদস্য রয়েছেন। এছাড়া আহত হয়েছে কয়েক ডজন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ