শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

রাজধানী মতিঝিলের এক মাদরাসা শিক্ষক খোয়ালেন তিন লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অভিনব কৌশলে রাজধানীর মতিঝিল এলাকায় এক মাদরাসা শিক্ষকের কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। তার নাম জসিম উদ্দিন (৫৭)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ ওই মাদরাসা শিক্ষক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি মতিঝিলের জামিয়া দারুল উলুম মাদরাসার বাংলা শিক্ষক। তার বাড়ি গাজীপুর বোর্ডবাজার এলাকায়। বর্তমানে মাদরাসা বন্ধ থাকায় টিকাটুলিতে ছেলের বাসায় থাকেন।

ঢামেকে চিকিৎসাধীন মাদরাসা শিক্ষক বলেন, মতিঝিল আইএফআইসি ব্যাংক থেকে সকাল ১১টার পর তিন লাখ টাকা উত্তোলন করেন তিনি। এরপর এক পাওনাদারকে ওই টাকা পাঠানোর জন্য ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় যাচ্ছিলেন। হেঁটে যাওয়ার সময় পথিমধ্যে রাস্তায় এক ব্যক্তি তার গায়ে ইচ্ছাকৃত ভাবে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। এর অল্প সময় পরই তিনি অচেতন হয়ে পড়েন। যখন জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে হাসপাতালের বেডে আবিষ্কার করেন। তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া আর কিছু জানাতে পারেননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলে, অসুস্থ অবস্থায় বিকেল সাড়ে চারটার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর তাকে জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হয়। তার উপর চেতনা নাশক কিছু প্রয়োগ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার জ্ঞান ফেরার পর ঘটনার বিস্তারিত জানান তিনি। ঘটনাটি তদন্ত করছে মতিঝিল থানা পুলিশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ