শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

ঝুঁকি না নিয়ে স্থানীয় পর্যায়ে লকডাউনের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঝুঁকি না নিয়ে সংক্রমণ বিবেচনায় স্থানীয় পর্যায়ে লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে বিধিনিষেধ। আর সীমান্তবর্তী এলাকাসহ কিছু কিছু জেলায় চলছে স্থানীয় পর্যায়ে লকডাউন। তবে, বিধিনিষেধ আর লকডাউন যেন নামকাওয়াস্তে।

ফলস্বরূপ সংক্রমণ বাড়ছে কিছু কিছু জায়গায়। যদিও লকডাউন বিশেষ কিছু জেলার জন্য, এবং সর্বত্র বিধিনিষেধ, সরকারও ভাবছে সংক্রমণ কমছে বলে সর্বত্র লকডাউন দরকার নেই। তবু, ঝুঁকি না নিয়ে, সংক্রমণ বিবেচনায় স্থানীয় পর্যায়ে লকডাউনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোনকিছুর তোয়াক্কা না করে যে যার মতো ঘরের বাইরে বের হচ্ছে, মানছে না স্বাস্থ্যবিধি। অনেক কিছু বন্ধ থাকার কথা বলা হলেও খোলা রয়েছে প্রায় সবই। সব মিলে বাড়ছে সংক্রমণ। এসব বিবেচনায় স্থানীয় পর্যায়ে লকডাউন ও বিধিনিষেধ কার্যকরের সিদ্ধান্ত বহাল রাখার পক্ষে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনা হবার পর ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছেন স্থানীয় প্রশাসনকে ক্ষমতা দেয়া হয়েছে লকডাউন দেয়ার। তাই কোনও ঝুঁকি না নিতে। যেখানে যেখানে সংক্রমণ বেশি স্থানীয় প্রশাসন সেখানে সেখানে লকডাউন দিয়ে সংক্রমণ হ্রাস করার চেষ্টা করবে।

এ বিষয়ে ইতিমধ্যে সবাইকে জানানো হয়েছে তারপরও প্রধানমন্ত্রী সবাইকে মনে করিয়ে দিতে এবং সাবধান হতে বলেছেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, চলমান বিধিনিষেধ আর বাড়বে কি-না, তা সময়ই বলে দেবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ