মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২২ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


চান্দিনায় বাসের ধাক্কায় প্রাইভেটকার খাদে, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার চান্দিনা উপজেলায় বাসের ধাক্কায় প্রাইভেটকার খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার তীরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বাখরাবাদ গ্রামের মৃত খলিলুর রহমান সুয়ার ছেলে টুটুল ও দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের গাংটিয়ারার মাহফুজ।

নিহতের আত্মীয় বশির আহমেদ জানান, মাহফুজ ও টুটুল আত্মীয়। বিকেলে তারা চান্দিনা থেকে প্রাইভেটকারযোগে ইলিয়টগঞ্জ যাওয়ার পথে তীরচর এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে টুটুল নিহত হন।

এদিকে আহত মাহফুজকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কুমিল্লা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দাউদকান্দি ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, পদ্মা এক্সপ্রেসের বাসটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ