সোমবার, ০৫ মে ২০২৫ ।। ২১ বৈশাখ ১৪৩২ ।। ৭ জিলকদ ১৪৪৬


হাটহাজারী-ফটিকছড়ি মহাসড়কে প্রাণহানী ও দুর্ঘটনা এড়াতে মানবন্ধন ও স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।

হাটহাজারী প্রতিনিধি>

“আমরা হাটহাজারীবাসী”র উদ্যোগে হাটহাজারী-ফটিকছড়ি মহাসড়কে দুর্ঘটনা ও মৃত্যুঝুঁকি রোধে ডিভাইডার নির্মাণের দাবীতে মানবন্ধন করা হয়েছে। এবং হাটহাজরী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

১৬ মার্চ, বুধবার সকাল ১১ টায় হাটহাজারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

আমরা হাটহাজারীবাসীর যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল সিকদারের পরিচালনা ও সদস্য সচিব মুনায়েম আহমদ সুহানের সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আরিফুর রহমান রাসেল, বিশিষ্ট রাজনীতিবিদ উদয় কুসুম বড়ুয়া, বিশিষ্ট ক্রীড়াবিদ মোহাম্মদ জাফর মেম্বার, উত্তর জেলার সাবেক ছাত্রনেতা তরিকুল কালাম তুহিন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ হারুন, মীর নোয়াবুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দীন রেজা, আনোয়ার মেহেদী, সেকান্দর তুহিন, আজিজুল হক মাদানী, জিয়াউদ্দীন মিজান, ,আজিজুল মোমিন, রায়হান উদ্দীন, মাসুদ রানা, গাজী সাজ্জাদ, মো. মঞ্জুর, আলম খোকন প্রমুখ।

স্মারকলিপিতে নিন্মের প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়:

ক. রামগড় সড়ক (হাটহাজারী-ফটিকছড়ি) অংশে বিদ্যমান সড়কটি ৬ (ছয়) লেন এর মহাসড়কে উন্নীতকরণ।

খ. সড়কের মাঝখানে লেইন পৃথকিকরণ বা ডিভাইডার নির্মাণ করা।

গ. শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকাতে ফুটওভার ব্রীজ নির্মাণ করা।

ঘ. যানজট নিরসনে ব্যস্ততম অংশে ইউলুপ, পারাপারের জন্য জেব্রাক্রসিং, গতিরোধক ও ফুটপাথ এবং স্ট্রীট লাইট স্থাপন করা।

ঙ. জনবহুল বা বাজার এড়িয়ে ভারী যানবাহনের জন্য বাইপাস নিমার্ণ করা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ