শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

মহেশখালীতে এসি ল্যান্ডের গাড়িতে হামলা; আনসার সদস্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালী উপজেলার হোয়ানকে ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসিল্যান্ডের অনুমতিতে আত্মরক্ষার্তে দুই রাউন্ড ফাঁকা গুলি চালিয়েছে আনসার সদস্যরা।

৪ জুন (শনিবার) বিকেলে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত ৮মে হোয়ানকের কালাগাজীর পাড়া বাজারের ইজারাদার ফখরুদ্দীন বাদী হয়ে বিবাদী ৬জনের বিরুদ্ধে কর আদায়ে ব্যাঘাত ও বহু পুরাতন বাজার অন্যত্র সরিয়ে ফেলায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালান সহকারী কমিশনার ভূমি। অভিযান চলাকালে এসি ল্যান্ডের গাড়ি লক্ষ্য করে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় আনসার সদস্য এনাম আহত বলে জানা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কালাগাজীর পাড়া বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দুর্বৃত্তরা অতর্কিত সহকারী কমিশনারের গাড়ীতে হামলা চালায়। এসময় তারা গাড়ীতে ঢিল ছুড়ে গ্লাস ভেঙ্গে ফেলে। রাস্তায় ব্যারিকেড দেয়। পরে সেখান থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে নিরাপদে সরে হোয়ানক ইউনিয়ন পরিষদ ভবনে এসে আশ্রয় নেয় তারা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন ও মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই (পিপিএম)।

মহেশখালী থানার ওসি মোঃ আব্দুল হাই জানান, বাজারের ইজারা নিয়ে এসি ল্যান্ডের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় একটি পক্ষ হামলা চালিয়ে গাড়ী ভাংচুর করেছে। এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আহত আনসার সদস্য এনামকে মহেশখালী উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে চিকিৎসা হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ