শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

খাগড়াছড়িতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়িতে পুলিশ বাধার মধ্যে দিয়ে তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

শনিবার (১১ জুন) সকাল ১১টায় খাগড়াছড়ি শহরের মিল্লাত চত্বর থেকে বের হয়ে আদালত সড়কে উঠতে চাইলে ভাঙ্গ ব্রিজ এলাকায় পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদে কয়েক দফা ধস্তাধস্তি হয়।

সেখানে এক সমাবেশ খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল আলমের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড.মালেক মিন্টু ও যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।

সমাবেশে বক্তাগণ বলেন, বর্তমানে চতুর্দিকে হাহাকার অবস্থা। শ্রমজীবী নিম্নআয়ের মানুষ চরম অবস্থায় দিন অতিবাহিত করছে। দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

তাই অবিলম্বে তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তাগণ।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, জেলা ছাত্রদলের ছাত্রদলের সভাপতি শাহেদুল হোসেন সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ