শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

পাকিস্তানকে জরুরি সাহায্যের আবেদন জাতিসংঘের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

জাতিসংঘ পাকিস্তানের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ১৬০ কোটি ডলারের আবেদন করেছে।

পাকিস্তানের বুল নিউজের বরাতে জানা যায়, পাকিস্তান সরকার ও জাতিসংঘ বন্যা-দুর্গত মানুষের চাহিদা মেটাতে যৌথভাবে বন্যা প্ররিস্থিতি মুকাবিলায় পরিকল্পনা ২০২২ চালু করেছে।

এ উপলক্ষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বন্যা দুর্গতদের সাহায্যের জন্য একটি বার্তাও প্রকাশ করেছেন।

তার বার্তায় আন্তোনিও গুতেরেস বলেছেন, পাকিস্তানের জনগণের অবস্থা আঙ্কাজনক। পাকিস্তানের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি ঘোষণা করেছেন, জাতিসংঘ ৫.২ মিলিয়ন ক্ষতিগ্রস্থ মানুষকে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে।

তিনি আরো বলেন, পাকিস্তানের অবিলম্বে সহায়তা প্রয়োজন, বন্যার কারণে অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। প্রতিটি দেশ যেনো পাকিস্তানের সহায়তায় এগিয়ে আসে। এই কঠিন সময়ে পাকিস্তানকে সাহায্য করার জন্য অনুরোধ করা হচ্ছে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জুলিয়ান হারনেস, অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, তিনি পাকিস্তানের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন যেখানে ধ্বংসযজ্ঞ কল্পনার বাইরে ও যার কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেছেন তিনি পাকিস্তান সরকারের সাথে কাজ চালিয়ে যাবেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ