শনিবার, ০৩ মে ২০২৫ ।। ১৯ বৈশাখ ১৪৩২ ।। ৫ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
জ্ঞান ও প্রজ্ঞার আধার, বিশ্বমানের বাংলাদেশি আলেম চলে গেলেন আল্লামা সুলতান যওক নদভী এবার চা বাগানে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেলো বিএসএফ কর্মকর্তাদের মেরুদণ্ড শক্ত করে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর এখন মানুষ মন খুলে লিখছেন, সমালোচনা করছেন : প্রেস সচিব গাজায় ত্রাণ বহনকারী জাহাজে ইসরায়েলের হামলা কাশ্মীর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা : দ্য এক্সপ্রেস ট্রিবিউন নারীবিষয়ক সংস্কার প্রস্তাব আগাগোড়া ইসলামবিরোধী: হেফাজতে ইসলাম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুতের নির্দেশ হেফাজতের মহাসমাবেশ সফল করতে সাভারে মোটর সাইকেল শোডাউন

পাকিস্তানে নৌকাডুবে ১৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে একটি নৌকাডুবে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে।

দেশটির সংবাদমাধ্য়মে খবরে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার ২৫ জন ওই নৌকায় ছিল। তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। কিন্তু তার আগেই নৌকাটি ডুবে যায়।

এক প্রতিবেদনে বলা হেয়েছে, সোমবার (২৯ আগস্ট) সিন্ধু প্রদেশের সিন্ধু নদে ওই দুর্ঘটনা ঘটেছে। সিন্ধুর সেহওয়ান শহরের বিলাওয়ালপুর গ্রামে বন্যাকবলিত লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।

জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বন্যাকবলিত এলাকা থেকে প্রায় ২৫ জনকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। এরই মধ্যে বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করেছে সেনাবাহিনী। বন্যায় দেশটিতে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত তিন কোটির বেশি।

এছাড়া নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ ফসল। এ অবস্থায় বৈশ্বিক দাতা সংস্থাগুলোসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আর্থিক সহায়তার অনুরোধ জানিয়েছেন পাকিস্তানি অর্থমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি।

পাকিস্তানকে চলমান অর্থনৈতিক সংকট থেকে উদ্ধারে ১২০ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তার বিষয়ে এ সপ্তাহেই সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সেক্ষেত্রে সংস্থাটি সাম্প্রতিক বন্যার প্রভাব বিবেচনা করবে বলে আশা করছেন দেশটির অর্থমন্ত্রী।

পাকিস্তানের ৬৬ জেলাকে আনুষ্ঠানিকভাবে ‘দুর্যোগে আক্রান্ত’ হিসেবে ঘোষণা দিয়েছে সরকার। এর মধ্যে বেলচিস্তানের ৩১টি, সিন্ধু প্রদেশে ২৩টি খাইবার পাখতুনখোয়ায় ৯টি এবং পাঞ্জাবের তিন জেলা বন্যায় প্লাবিত হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ