মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


আটপাড়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

নেত্রকোণা প্রতিনিধি

হেফাজতে ইসলাম বাংলাদেশ ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণার আটপাড়া উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) বিকাল ৩টায় আটপাড়া উপজেলা খেলার মাঠ থেকে মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে এসে সমাপ্ত হয়।

এই কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটি আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে দেশব্যাপী চলমান প্রচার কার্যক্রমে অংশ নেয়।

মিছিলপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আজীজুর রহমান দা.বা. এবং যৌথভাবে পরিচালনা করেন মাওলানা ইকরামুল হাছান মুহাম্মাদ ইরশাদ ও মাওলানা সোহাইল আহমাদ।

বক্তব্য দেন: মাওলানা আজীজুর রহমান দা.বা., মুফতি জহীরুল ইসলাম, মাওলানা জাহিদুল ইছলাম ছালেহ, মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা ইরশাদ বেগ, মাওলানা মাহবুবুর রহমান, হাফেজ সোহাইল আহমাদসহ আরও অনেকে।

বক্তারা বলেন, "ভারতের মোদি সরকার এবং ইসরায়েলের নেতানিয়াহু সরকার আন্তর্জাতিকভাবে ঘৃণিত মানবতাবিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।"

তারা অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, "আপনারা কুরআন-হাদীস উপেক্ষা করে নারীদের বিষয়ে যা করতে চাইছেন, তা হেফাজতে ইসলাম বাংলাদেশ কখনো মেনে নেবে না। ক্ষমতায় থাকতে হলে আলেম-ওলামার পরামর্শ নিতে হবে। যদি নাস্তিকদের পরামর্শে চলতে চান, তবে ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা স্মরণ রাখা উচিত।"

সমাবেশ শেষে মাওলানা আজীজুর রহমান দা.বা.-এর দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ