মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


৩ মের মহাসমাবেশ সফল করুন : হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সাতারপাইয়ায় হেফাজতে ইসলাম সেনবাগ উপজেলার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ মে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য হেফাজতের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। 

সভায় সেনবাগ উপজেলা হেফাজতের সভাপতি মাওলানা আতাউল্লাহর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির ও নোয়াখালী জেলা সভাপতি মাওলানা নিজামুদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক মাওলানা তাফাজ্জল হোসাইন মিয়াজি।  
 
সভায় বক্তরা অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে কুরআনবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে।

বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার মতো কুফুরি মতবাদ সংবিধানে রাখার সুপারিশ বাতিল করতে হবে। ৯২ শতাংশের মুসলমানের এই বাংলাদেশে সংবিধানে এক আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে পুনর্বহাল করতে হবে। 

তারা বলেন, নারী কমিশনে নাস্তিক্যবাদের সঙ্গে জড়িতদের যথাযথ আইনানুগ ব্যবস্থাপনার মধ্যে আনতে হবে। অন্যথায় আগামী দিনে টেকনাফ থেকে তেঁতুলিয়া গোটা দেশে ঈমানি আন্দোলনের দাবানল জ্বলে উঠবে এবং যেকোনো পরিস্থিতি তৈরি হলে সরকারকেই এর সম্পূর্ণ দায়ভার বহন করতে হবে।

এ সময় আরো বক্তব্য দেন মাওলানা ইসমাইল ছিদ্দিকী, মাওলানা ইউছুফ মাদানি, মাওলানা আব্দুল কাইউম মামুন, মাওলানা কারী আবদুল হান্নান, মাওলানা আব্দুল মান্নান, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আব্দুল কবির, মাওলানা শরিফ উল্লাহ, হাফেজ মাওলানা ইমরান, মাওলানা ইসমাইল সিরাজী, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুন্নবী প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ