মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


৩ মে পাঁচ দাবিতে মহাসমাবেশ করবে হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেফাজতে ইসলাম

আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পাঁচটি দাবিতে সেই সমাবেশ ডাকা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। 
রোববার (২০ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে হেফাজতে ইসলামের মজলিসে আমেলার বৈঠক শেষে এই তথ্য জানানো হয়।  
হেফাজতে ইসলামের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- 
১. ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার।
২. বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল।
৩. নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল।
৪. ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল।
৫. ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩ মে শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সারাদেশ থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ