মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


জাতীয় কাউন্সিল সফল হওয়ায় কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে ইউকে জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জাতীয় কাউন্সিল অনুষ্ঠান অত্যন্ত সফল,সুন্দর, সুশৃঙ্খল,গোছালো, স্বতঃস্ফূর্ত ও  সুপরিকল্পিত ভাবে সুসম্পন্ন হওয়ায় বাংলাদেশের  কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দের প্রতি হৃদয় নিংড়ানো অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের  দায়িত্বশীল নেতৃবৃন্দ।

 এক বিবৃতিতে ইউকে জমিয়তের সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম, সহ সভাপতি মাওলানা সৈয়দ তামিম আহমদ,হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী,মাওলানা আশফাকুর রহমান,জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ ও অন্যান্য নেতৃবৃন্দ ইউকে জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে  জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকার ভূয়সি প্রশংসা করে বলেন এমন একটি সার্বজনীন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণমূলক জাতীয় কাউন্সিল উপহার দিয়ে কেন্দ্রীয় নেতৃবর্গ তাঁদের যে অপূর্ব যোগ্যতা, রূচিশীলতা ও গতিশীলতার পরিচয় দিয়েছেন, এর সুদূরপ্রসারী ইতিবাচক রাজনৈতিক প্রভাব ইতোমধ্যে আলহামদুলিল্লাহ দেশে বিদেশে সর্বত্র ছড়িয়ে পড়েছে। শতাব্দীর প্রাচীনতম সংগঠন, আকাবির ও আসলাফের আমানত জমিয়তে উলামায়ে ইসলামের গঠনমূলক কার্যক্রম কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গতিশীল করে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। ইউকে জমিয়ত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন জাতি গঠন ও জাতীয় বিকাশের রাজনীতিকে প্রোমোট করা  যুগের অনস্বীকার্য প্রয়োজন। এমন বাস্তবতাধর্মী রাজনীতি চর্চা আমাদের আবশ্যিক চাহিদা, যা রাষ্ট্রের অন্তর্গত প্রতিটি ধর্ম, সংস্কৃতিও মূল্যবোধধারী মানুষের নিজ নিজ সত্তাকে পাহারা যেমন দেবে, একই সাথে অধিকাংশের বোধ-বিশ্বাসকে প্রাপ্য মূল্য প্রদান করবে।

এভাবে জনগণ রাষ্ট্রের মধ্যে নিজেদের শক্তি ও অস্তিত্বের সন্ধান লাভ করতে সক্ষম হবে। অন্যথায় গণমানুষের মনোভাব, মূল্যবোধ ও বিশ্বাসের বিরুদ্ধে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে ভিন্ন খাতে প্রবাহিত করার ফলে দেশে সত্যিকার রাজনৈতিক উন্নয়ন সাধিত হয়না। ফলে জাতি গঠনে তৈরি হয় বিকাশজনিত সমস্যা। এখান থেকেই গণবৈরী শাসনব্যবস্থা জাতির উপর চেপে বসার সুযোগ পেয়েযায়। এমন গণবৈরী শাসনব্যবস্থা যেহেতু বাস্তবতা বিবর্জিত হয়, এজন্য দমন-পীড়ন, শোষণ-চোষণ ও দুর্বৃত্তায়নের নীতি চর্চিত হয় রাজনৈতিক দৃশ্যপটের কেন্দ্রে, ফলে জাতিগত স্বার্থ বিকাশের অপরিসীম গুরুত্ব মারাত্মকভাবে ব্যাহত হয় এবং পুরো জাতিকে এমন অসুস্থ রাজনীতির খেসারত যুগের পর যুগ ধরে দিতে হয়। এসব কারণে আজকের প্রেক্ষাপটে জমিয়তে উলামায়ে ইসলাম এর আদর্শিক রাজনীতি জাতির বড় বেশি প্রয়োজন। এ প্রয়োজন পূরণে জমিয়তে উলামায়ে ইসলামের সদ্যসমাপ্ত জাতীয় কাউন্সিল, মাইলফলক হিসেবে কাজ করবে, এ আশা আমরা সঙ্গত ভাবেই করতে পারি। সফল ও কার্যকর একটি কাউন্সিল অধিবেশনের এই শুভ লগ্নে আমরা সর্বস্তরের উলামায়ে কেরাম, বুদ্ধা মহল ও জাগ্রত জনতার প্রতি আহ্বান জানাই যে অনুসরণীয় পূর্বসূরীদের অনুসৃত পথ ধরে সবাই জমিয়তে উলামায়ে ইসলামের সাথে একাত্ম হয়ে মুসলিম জাতিসত্তার অস্তিত্ব রক্ষায় এগিয়ে আসবেন, কারণ জমিয়তের হাত কে শক্তিশালী করতে স্বচেষ্ট ভূমিকা পালন সময়ের একান্ত দাবি।

 নেতৃবৃন্দ ইউকে জমিয়তের প্রধান পৃষ্ঠপোষক, প্রখ্যাত ওলীবুযুর্গ শায়খ আসগর হুসাইন কে কেন্দ্রীয় উপদেষ্টা, সভাপতি ডক্টর মাওলানা শুয়াইব আহমদ কে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট মিডিয়া ভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম কে কেন্দ্রীয় সহকারী মহাসচিব, সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ কে কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সহ-সভাপতি হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী ও জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ,লন্ডন শাখার সভাপতি মাওলানা আশফাকুর রহমান ও ইউকে জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কে কেন্দ্রীয় নির্বাহী সদস্য মনোনীত করায় প্রাণঢালা অভিনন্দন জানান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ