রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি বিএনপির এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছরের পক্ষে ঐকমত্য : আলী রীয়াজ মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদাপ্রাপ্ত সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি তিন শতাধিক প্রতিষ্ঠানে ইতমিনান পাবলিকেশন্সের বই ৭ দফা দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের মানববন্ধন সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা একটা নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মুসলিম উম্মাহর অবস্থান স্পষ্ট থাকতে হবে  অসুস্থ মাওলানা তাফাজ্জল হক আজিজকে দেখতে হাসপাতালে ইবনে শাইখুল হাদিস

বন্যাকবলিত মানুষের পাশে ‘তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যাকবলিত মানুষের মাঝে তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ’র ত্রাণ বিতরণ

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর এলাকার আলেমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ। প্রথমবারের মতো ফেনী সোনা গাজীতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত প্রায় এক হাজার পরিবারের মাঝে ১২ টন খাদ্য সামগ্রী বিতরণ করে ।

চাল, ডাল, চিড়া, মুড়ি, চিনি, লবণ, ও খেজুর মিলে প্রতি প্যাকেটে প্রায়  ১২ কেজি খাদ্য সামগ্রী ছিল। সঙ্গে দেয়া হয় প্রাথমিক চিকিৎসার ঔষধ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মোমবাতি। আশ্রয় কেন্দ্রগুলোতে আলোর জন্য সরবরাহ করা হয় সোলার।

ত্রাণ বিতরণের ক্ষেত্রে মেইন রোডের আশপাশের তুলনায় প্রত্যন্ত অঞ্চলকে প্রাধান্য। সোনাগাজী বাদাদিয়া, কদম তলা, কুটির হাট, সোনাপুর, মুনিগঞ্জ এবং ফেনী সদরের ফাজিল পুর ভূঁইয়ার হাট, লস্কর হাট এসব এলাকার অবস্থা এখনো ভয়াবহ। তানযিমের সভাপতি মাওলানা রশিদ আহমদের নির্দেশনায় সেক্রেটারি মুফতি শফিক সাদী এর নেতৃত্বে ৩০ সদস্যের একটি কাফেলা এই ত্রাণ বিতরণ কাজে অংশ নেয়। মসজিদের ইমাম- খতিব, মাদরাসার মুহতামিম- শিক্ষক, ও কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কর্মঠ টিম  কোমর পর্যন্ত পানিতে নেমে ঘরে ঘরে পৌঁছে দেয় খাদ্য সামগ্রী।

সংগঠনটি জানায়, তানজিমের ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। আগামী দু'এক দিনের মধ্যেই পরবর্তী কাফেলা রওনা দিবে ফেনী ও কুমিল্লার উদ্দেশ্যে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ