রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি বিএনপির এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছরের পক্ষে ঐকমত্য : আলী রীয়াজ মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদাপ্রাপ্ত সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি তিন শতাধিক প্রতিষ্ঠানে ইতমিনান পাবলিকেশন্সের বই ৭ দফা দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের মানববন্ধন সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা একটা নতুন সংবিধানের দাবিতে রাজপথে নেমেছি: নাহিদ ইসলাম রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মুসলিম উম্মাহর অবস্থান স্পষ্ট থাকতে হবে  অসুস্থ মাওলানা তাফাজ্জল হক আজিজকে দেখতে হাসপাতালে ইবনে শাইখুল হাদিস

বন্যাকবলিতদের সেবায় ‘আল-মারকাজুল ইসলামী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যাকবলিতদের সেবায় ‘আল-মারকাজুল ইসলামী’

নাজমুল হাসান সাকিব : সম্প্রতি বন্যায় প্লাবিত বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা। এতে অত্র অঞ্চলের জনসাধারণ ব্যাপকহারে ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় এ দূর্যোগে আল-মারকাজুল ইসলামী শুরু থেকে নানাভাবে বিপদগ্রস্তদের মাঝে কাজ করছেন।

সংস্থাটির চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম বলেন, হঠাৎ চলে আসা এই বন্যা মানুষের স্বাভাবিক জীবন চলার পথকে বাধাগ্রস্ত করে। ফলে ব্যাপক হারে মানুষ আকস্মিকভাবে অভাবে পরে যায়। তাই দূর্যোগময় অবস্থায় বরাবরের মতো মানুষের পাশে আছে এ.এম.আই। বন্যাকবলিতদের মাঝে আমরা আছি শুরু থেকেই।

আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা একসাধে একাধিক প্রজেক্ট বাস্তবায়নে কাজ করছি। বিশেষত ত্রাণ বিতরণ, রেসিক্উ, মৃতদেহ উদ্ধার ও কাফন, স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিক্যাল টিম ও এ্যাম্বুলেন্স সার্ভিস সেবা।

আলহামদুলিল্লাহ ইতোমধ্যে ৩,০০০/- হাজার পরিবারের মাঝে প্রাথমিকভাবে শুকনো খাবার এবং পরে ২,০০০/- হাজার পরিবারের মাঝে ভারী ফুড আইটেম বিতরণ চলমান রয়েছে। আজ ফ্রি মেডিক্যাল টিমের প্রথমদিন। এতে বিজ্ঞ ডাক্তারগণ প্রায় ২০০ রোগীর ফ্রি চিকিৎসা সেবা ও জরুরী ঔষধ সামগ্রী প্রদান করেন।

তিনি আরো বলেন, আমরা এখনো আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। ইনশাআল্লাহ আমরা বেশি ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন নিয়েও পরিকল্পনা করছি।

‘বন্যাকবলিত এলাকায় জনসাধারণ স্বাভাবিকভাবে যে বিষয়গুলোর অভাবে পরে এর মধ্যে অন্যতম বিশুদ্ধ খাবার পানি। আলহামদুলিল্লাহ! আল-মারকাজুল ইসলামীর নিজস্ব লেভেলযুক্ত ৫ লিটার বোতলের ৬,০০০/- হাজার পিস পানি সহ মোট ১০,০০০/- পরিবারের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পানি চলে যাওয়ার পর আমরা স্থায়ী ডিপ-ননডিপ টিউবওয়েল দিয়ে অত্র অঞ্চলের জনসাধারণকে বিশুদ্ধ খাবার পানি পানের ব্যবস্থা করে দিবো ইনশাআল্লাহ।’- জানান তিনি

সংস্থাটির চেয়ারম্যান বলেন, আলহামদুলিল্লাহ! এ দেশের জনগণ দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে এক অনন্য নজির স্থাপন করেছে। সর্বোপরি দোয়া করি আল্লাহ তাআলা বাংলাদেশের সবাইকে এবং পুরো মিল্লতে ইসলামকে একে অপরের দূর্যোগে এগিয়ে আসার তাওফিক দান করুন। আমিন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ