শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

বন্যার্ত নারীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনে বসুন্ধরা গ্রুপের ‘স্যানিটারি ন্যাপকিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মারাত্মক বন্যায় দেশের ১১টি জেলা আক্রান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ। বন্যার্তদের পাশে দাঁড়াতে এবার এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপের মোনালিসা স্বপ্নডানা।

জানা যায়, শায়খ আহমাদুল্লাহ পরিচালিত আস সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যাদুর্গতদের জন্য বসুন্ধরার এই ত্রাণসামগ্রী বিভিন্ন অঞ্চলের মানুষের মাঝে পৌঁছে দেওয়া হবে।

বুধবার (২৮ আগস্ট) রাজধানীর আফতাবনগরে আস-সুন্নাহ ফাউন্ডেশনের অফিসে বসুন্ধরা গ্রুপের স্যানিটারি ন্যাপকিন ব্র্যান্ড মোনালিসার পক্ষ থেকে বন্যাকবলিত মানুষের জন্য ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।

ত্রাণ সামগ্রী হস্তান্তরের পর বসুন্ধরা গ্রুপের সেক্টর ‘সি’-এর মার্কেটিং বিভাগের হেড অব ইভেন্ট অ্যান্ড আউটডোর মো. সানাউল সিকদার বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশে আস-সুন্নাহ ফাউন্ডেশনে এ সহযোগিতা করছি। জা বন্যাকবলিত এলাকার বেশির ভাগ দোকান বন্ধ থাকে, তাই আমরা মানুষের হাইজিনের কথা চিন্তা করে মহিলাদের জন্য, যারা এ সময় দোকানপাট থেকে কিছু কিনতে পারবেন না, তাদের জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করেছি।

বসুন্ধরা গ্রুপ ত্রাণসামগ্রী দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ বলেন, বন্যায় আমাদের ত্রাণ ও পুনর্বাসনের বাজেট প্রায় ১০০ কোটি টাকা। এই টাকা সম্পূর্ণ মানুষের দান করা। এর মধ্যে খুব সামান্য সংখ্যক শিল্পগোষ্ঠী বাদে বাকি সব সাধারণ মানুষের অনুদান। এ ক্রান্তিকালে দেশের সব ব্যবসায়ীর এগিয়ে আসা উচিত। 

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ