রবিবার, ২৭ জুলাই ২০২৫ ।। ১২ শ্রাবণ ১৪৩২ ।। ২ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে অগ্রগতিকে স্বাগত জানাল ইসলামী আন্দোলন গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪০৯ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি বিএনপির এক ব্যক্তি প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছরের পক্ষে ঐকমত্য : আলী রীয়াজ মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুবরণকারীরা শহীদের মর্যাদাপ্রাপ্ত সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ স্থাপনের ব্যাপারে বিএনপির প্রস্তাবে একমত এবি পার্টি তিন শতাধিক প্রতিষ্ঠানে ইতমিনান পাবলিকেশন্সের বই ৭ দফা দাবিতে ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের মানববন্ধন সাঁজোয়া যানে বিস্ফোরণ ঘটিয়ে দুই ইসরায়েলি সেনাকে হত্যা

বন্যার্তদের সেবায় ‘আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের সেবায় `আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন’

দেশের বন্যাদুর্গত এলাকায় বিশাল ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে কিশোরগঞ্জের জনসেবামূলক সংস্থা আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন।

৩০ সেপ্টেম্বর শনিবার থেকে এ পর্যন্ত ফেনীর সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম,  দাগনভূয়া, ছাগলনাইয়া ও সদর উপজেলার প্রায় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল ও নগদ ৫০০ টাকাসহ ডাল, চিনি, লবণ, মসলা, চিড়া, মুড়ি, খেজুর, পানি, মোমবাতি, গোসলের সাবান,  গুড়, খাবার স্যালাইন, স্যানিটারি নেপকিন ও নিত্য প্রয়োজনীয় ওষুদসহ প্রায় ২ হাজার টাকা মূল্যমানের একটি প্যাকেট প্রদান করা হয়।

বন্যার্তদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান ও কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমাদ রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আব্দুর রউফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কিশোরগঞ্জের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর মুহাম্মদ এনামুল হকসহ ফাউন্ডেশনের সেচ্ছাসেকবৃন্দ।

সংস্থাটির সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব বিন আব্দুর রউফ জানান, বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরণে ফাউন্ডেশনের নিজস্ব তহবিলের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা রয়েছে। বিশেষত বন্যার্তদের জন্য এ ফাউন্ডেশনের উপহার প্রদানের উদ্যোগের কথা জানতে পেরে কিশোরগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদরাসা, সামাজিক সংগঠন এমনকি অমুসলিমরাও এ তহবিলে অনুদান দিয়েছেন। এতে প্রায় সাড়ে ২৬ লক্ষ টাকা জমা হয় এ তহবিলে। বন্যার্তদের উপহার প্রদান চলমান থাকবে বলেও তিনি জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ