শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

বন্যার্তদের সেবায় ‘আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের সেবায় `আযহার আলী আনোয়ার শাহ ফাউন্ডেশন’

দেশের বন্যাদুর্গত এলাকায় বিশাল ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে কিশোরগঞ্জের জনসেবামূলক সংস্থা আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন।

৩০ সেপ্টেম্বর শনিবার থেকে এ পর্যন্ত ফেনীর সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম,  দাগনভূয়া, ছাগলনাইয়া ও সদর উপজেলার প্রায় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল ও নগদ ৫০০ টাকাসহ ডাল, চিনি, লবণ, মসলা, চিড়া, মুড়ি, খেজুর, পানি, মোমবাতি, গোসলের সাবান,  গুড়, খাবার স্যালাইন, স্যানিটারি নেপকিন ও নিত্য প্রয়োজনীয় ওষুদসহ প্রায় ২ হাজার টাকা মূল্যমানের একটি প্যাকেট প্রদান করা হয়।

বন্যার্তদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন সংস্থাটির চেয়ারম্যান ও কিশোরগঞ্জের আল-জামিয়াতুল ইমদাদিয়ার অধ্যক্ষ মাওলানা শাব্বির আহমাদ রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা শোয়াইব আব্দুর রউফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কিশোরগঞ্জের ডেপুটি এসিস্ট্যান্ট ডিরেক্টর মুহাম্মদ এনামুল হকসহ ফাউন্ডেশনের সেচ্ছাসেকবৃন্দ।

সংস্থাটির সাধারণ সম্পাদক মাওলানা শুয়াইব বিন আব্দুর রউফ জানান, বন্যার্তদের জন্য উপহার সামগ্রী বিতরণে ফাউন্ডেশনের নিজস্ব তহবিলের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা রয়েছে। বিশেষত বন্যার্তদের জন্য এ ফাউন্ডেশনের উপহার প্রদানের উদ্যোগের কথা জানতে পেরে কিশোরগঞ্জের বিভিন্ন মসজিদ-মাদরাসা, সামাজিক সংগঠন এমনকি অমুসলিমরাও এ তহবিলে অনুদান দিয়েছেন। এতে প্রায় সাড়ে ২৬ লক্ষ টাকা জমা হয় এ তহবিলে। বন্যার্তদের উপহার প্রদান চলমান থাকবে বলেও তিনি জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ