শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ।। ৯ কার্তিক ১৪৩২ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খতমে নবুওয়ত মহাসম্মেলনে বেফাকের একাত্মতায় পীর সাহেব মধুপুরের অভিনন্দন ইসরাইলের হয়ে গুপ্তচরগিরির দায়ে জাতিসংঘের সাত কর্মীকে বন্দি হুথির ইসকন নিষিদ্ধের দাবি মুফতী নিজাম উদ্দিন আল আদনানের বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর কমিটি গঠিত নভেম্বরের মধ্যে গণভোটে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: ইবনে শাইখুল হাদিস ৫ দফা দাবিতে বিভাগীয় শহরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ বাংলাদেশ খেলাফত মজলিসের মজলিসে শুরার অধিবেশনে ৯ প্রস্তাব ক্ষমতায় গেলে বিএনপি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক পদ সৃষ্টি করবে বেফাক নেতৃবৃন্দের আহ্বান ও একাত্মতা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাধারণ পরিষদের ৮ম অধিবেশন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের জামিআ রাব্বানিয়া আরাবিয়ায় ইফতা বিভাগে ভর্তির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের অধীন সকল মারহালায় ও আল-হাইআতুল উলয়ার অধীন দাওরায়ে হাদিসে প্রতি বছরে ঈর্ষণীয় সাফল্য অর্জনকারী বিদ্যাপীঠ দেশের ঐতিহ্যবাহী শীর্ষ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআ রাব্বানিয়া আরাবিয়া।

সম্প্রতি প্রতিষ্ঠানটির ইফতা বিভাগে ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে।  

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মুহতামিম, প্রধান মুফতী ও শাইখুল হাদীস মুফতী নজরুল ইসলাম ভাষানী জানান, আমাদের উচ্চতর বিভাগ আত-তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা কোর্সে আগামী (২০২৫-২৬ ইং) শিক্ষা বছরের জন্য ১ বছর মেয়াদী (২য় বছর ঐচ্ছিক) ভর্তি শুরু হবে ৬ ই শাওয়াল ১৪৪৬ হিজরী।

তিনি জানান, রমজানের ঈদের ৬ দিন পর সকাল ১০টায় শুরু হবে ভর্তি। এর আগে ফরম বিতরণ করা হবে সকাল ৮টা- ৯টা পর্যন্ত।

এদিকে ভর্তি সংক্রান্ত বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ হতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ইফতা বিভাগের বৈশিষ্ট, ভর্তি পরীক্ষার বিষয় ও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শর্তাবলী।

ইফতা বিভাগের বৈশিষ্ট্য:

১) বিশেষজ্ঞ মুফতীগণের সুচিন্তিত নির্দেশনার আলোকে রচিত মানহাজ।
২) অভিজ্ঞ মুফতীগণের তত্ত্বাবধানে ফতোয়ার তামরীন।
৩) আধুনিক মাসায়েল ও যুগ জিজ্ঞাসার সমাধানে বিষয় ভিত্তিক মুহাযারা প্রদান।
৪) তাফসীর, ফিকহ, উসূলে ফিকহ, হাদীস, উসূলে হাদীস ইত্যাদি বিষয়ে আরবী-উর্দু কিতাবাদির সুবিশাল মাকতাবা।
৫) এক বছরেই দুই বছরের মেহনত আদায়ের সুদৃঢ় প্রত্যয়।

ভর্তির শর্তাবলী:

১) আবেদনকারীকে ফযিলত ও তাকমীল মারহালায় প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে।
২) ভর্তি ফরমের সাথে ফযিলত ও তাকমীল মারহালার নাম্বারপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।

ভর্তি পরীক্ষার বিষয়:

১) লিখিত: ক. হেদায়া (সালেস)। খ. আরবী ও বাংলা প্রবন্ধ।

২) মৌখিক: হেদায়া (সালেস) ও প্রাসঙ্গিক যে কোন বিষয়।

যেকোনো বিষয়ে জানতে যোগাযোগ করুন 01754-757527, 01722-240642 নাম্বারে।

ঠিকানা: জামিআ রাব্বানিয়া আরাবিয়া, রব্বানীনগর, জালকুড়ি, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ